ভোর রাতে অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় SSKM-এ ভর্তি করা হল

ভোররাতে অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়।

May 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোররাতে অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন দু’জনই। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে মদন মিত্রকে। শ্বাসকষ্টজনিত সমস্যা বোধ করায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মঙ্গলবার ভোর রাতে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয় । অক্সিজেনের মাত্রা কম থাকায় অক্সিজেন দিতে হয় দুই হেভিওয়েট রাজনৈতিক নেতাকে । এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা ৷ এসএসকেএম সূত্রে খবর, মদন মিত্র রয়েছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে। শোভন চট্টোপাধ্যায় ১০৬ নম্বর কেবিনে রয়েছেন। সোমবার রাতে নিজাম প্যালেস থেকে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল ৷

গতকাল গোটা দিন ধরেই নারদা মামলা নিয়ে তোলপাড় চলেছিল সিবিআই দফতরে । সোমবার সকালে নারদ মামলায় (Narada Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে চার নেতা মন্ত্রীর গ্রেফতারি নিয়ে শোরগোল পরে যায় রাজ্য রাজনীতিতে। সন্ধ্যায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া চার নেতারই জামিন মঞ্জুর করে সিবিআই-এর বিশেষ আদালত। কিন্তু এরপরেই এই মামলার শুনানি ভিনরাজ্যে নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে ও নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেই রায়েই সম্পূর্ণ বদলে যায় প্রেক্ষাপট। জামিন খারিজ করে চার নেতাকেই জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এরপর রাতেই ওই চার নেতা-মন্ত্রীকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen