দুবছর বাদে ফ্লোরে ফিরলেন মাধবী, অভিনয় করবেন শর্ট ফিল্মে

বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাধবী মুখোপাধ্যায়

March 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মাধবী মুখোপাধ্যায়। তিনি বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম সেরা কিছু ছবিতে অভিনয় করেছেন। ‘মাধুরী’ থেকে তাঁর মাধবী হওয়ার যাত্রাটা সুদীর্ঘ।

১৯৫৬ সালে তপন সিংহের ‘টনসিল’ ছবিতে প্রথমবার অভিনয়। এরপর মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণ’, ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’, সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘মহানগর’, ‘চারুলতা’ সহ নামী-দামী পরিচালক এবং অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ছবি আজও বাঙালির মনে জায়গা করে নিয়েছে।

মাধবী-ভক্তদের জন্য রয়েছে সুখবর। দু’বছর বাদে শ্যুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী। প্রমিতা ভৌমিকের পরিচালনায় নতুন শর্ট ফিল্ম ‘প্রবাহ’-এর জন্য শ্যুটিং সারলেন তিনি। করোনা মহামারীর কারণে অভিনয়ের কাজ মাঝে বেশ কয়েক মাস বন্ধ ছিল। 

ছবির চিত্রনাট্য শুনে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছিলেন প্রবীন অভিনেত্রী। তবে খুব বেশি দূরে গিয়ে শ্যুটিং বা দীর্ঘ দিনের শ্যুটিং আর করতে চাইছেন না তিনি। এই প্রথমবার শর্ট ফিল্মে কাজ করছেন মাধবী। কলকাতার মধ্যে কাজ বলে শ্যুটিংয়ের জন্য রাজি হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen