জন্মদিনে নাম না করে বিজেপিকে দুষলেন ‘চারুলতা’

একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘‘আজ সকাল থেকেই এত শুভেচ্ছার মধ্যেও মনে পড়ছে ভানুদার ওই কথা। ‘আশিতে আশিও না।’ আমি আর বাঁচতে চাই না। অনেক হয়েছে।’’।

February 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জন্মদিনে মন খারাপ চারুলতার। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘‘আজ সকাল থেকেই এত শুভেচ্ছার মধ্যেও মনে পড়ছে ভানুদার ওই কথা। ‘আশিতে আশিও না।’ আমি আর বাঁচতে চাই না। অনেক হয়েছে।’’।

মহানগরে আর থাকতে পারছেন না মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। বললেন, ‘‘ছোটবেলায় মা ছিল। নতুন জামা পরতাম। মা নিজের হাতে রসগোল্লা তৈরি করত। এখন আর কী জন্মদিন? চারদিক কলুষিত হয়ে গেছে। ধর্ম নিয়ে রাজনীতি চলছে। গণতন্ত্র আর নেই। রাজতন্ত্র শুরু হয়ে গেছে।’’

তিনি বললেন, ‘‘এ জন্মদিন (Birthday) আর চাই না। যে বিরোধী দল প্রকাশ্য জনসভায় ‘গোলি মার দো’ বলতে পারে তারা দেশের মানুষকে কী দেখবে? হিন্দু-মুসলিম সবই তো এক। হজে যারা যায় তারা তো শিবলিঙ্গকেই পুজো করে। হিন্দু-মুসলিমকে লড়িয়ে তো ক্রমশ সব শেষ হয়ে যাবে…’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen