সাদা শাড়িতে নয়া বিনোদিনী! সমাজ মাধ্যমে রহস্যময় পোস্ট মধুমিতার

ছবিতে দেখা যাচ্ছে, মধুমিতার পরনে সাদা শাড়ি, গলায় তুলসীর মালা, হাতে বাঁধা রুদ্রাক্ষ।

June 23, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধুমিতা সরকার, বর্তমানে টলি পাড়ার অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একটা সময় স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝানোর মাধ্যমে অভিনয় জগতে উঠে এসেছিলেন তিনি। সেখানে তাঁর অভিনয় দক্ষতা নজর কেড়েছিল সকলের। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি তাঁর রূপের আগুনে তরুন প্রজন্ম নিজেদের সামলে রাখতে পারেনা। সামাজিক মাধ্যমে ভীষণভাবে জনপ্রিয় এই অভিনেত্রী।

ঐশ্বর্য রাই বচ্চন বিনোদিনীর চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। ঋতুপর্ণ ঘোষ তাঁর ছবিতে যেন ঐশ্বরকে দিয়েই বিনোদিনীর প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। আজও সেই চরিত্র এক অন্যতম চরিত্র হয়ে রয়ে গিয়েছে। এবার আরও এক অভিনেত্রী বিনোদিনীর সাজেনজর কাড়তে চলেছেন অনুরাগীদের হৃদয়ে। তিনি অভিনেত্রী মধুমিতা সরকার।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মধুমিতা। বরাবরই নানা ফোটোশুটের আপডেট দিয়ে অনুরাগীদের মনে হিল্লোল তোলেন তিনি। এবারও তিনি এমন এক ছবি পোস্ট করলেন যা দেখে একেবারে অবাক নেটিজেনরা। ছবিতে দেখা যাচ্ছে, মধুমিতার পরনে সাদা শাড়ি, গলায় তুলসীর মালা, হাতে বাঁধা রুদ্রাক্ষ। ঠিক যেন একেবারে বিনোদিনীর সাজ। সঙ্গে ক্যাপশনে তিনি শুধু লিখলেন, ‘ভুলিতে নাহি পারি।’

এরপর থেকেই টলি দুনিয়ায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তবে কি মধুমিতা এবার বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে চলেছেন? যদিও এটা কি সিনেমার জন্য লুক সেট হল নাকি নিছকই ফটোশ্যুট সেই রহস্য জিইয়ে রেখেছেন মধুমিতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen