বলিউডের কোন ছবিতে অভিষেক হচ্ছে মধুমিতার, কেমন চলছে প্রস্তুতি?

“ফর্জ” নামে একটি হিন্দি ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন এই অভিনেত্রী।

July 22, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম/@madhumita_sarcar

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধুমিতা সরকার, টলিউডে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। শাড়ি থেকে পশ্চিমী পোশাক, সব ধরনের আউটফিটেই দুর্দান্ত লুকে প্রায়ই দেখা যায় তাঁকে। “বোঝেনা সে বোঝেনা”- সিরিয়ালে ‘পাখি’ চরিত্রের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন মধুমিতা।

জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম/@madhumita_sarcar

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বলিউডে পাড়ি দিতে চলেছেন মধুমিতা। “ফর্জ” নামে একটি হিন্দি ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন এই অভিনেত্রী। প্রীতম মুখার্জি পরিচালিত এই সিনেমায় তনুজ বিরওয়ানির বিপরীতে দেখা যাবে মধুমিতাকে। চলতি বছরের আগস্টে এই ছবির শুটিং শুরু করবেন পরিচালক।

জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম/@madhumita_sarcar

সম্প্রতি এক সাক্ষাৎকারে, সংবাদমাধ্যমকে মধুমিতা বলেছেন, ‘এটা একটা কমার্শিয়াল হিন্দি ছবি। সিনেমাহলে মুক্তি পাবে। একটু অন্যধরনের ছবি। তাই তো শুটিং লোকেশন গুলোও ভিন্ন। বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের মত জায়গায় আউটডোর শুটিং হবে। আগামী আগস্ট মাস থেকেই শুরু ছবির শুটিং।‘ এই ছবিতে মধুমিতা ছাড়াও যশপাল শর্মা, গোবিন্দ নামদেব এবং মুশতাক খান মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম/@madhumita_sarcar

বলিউডে প্রথম কাজে কতটা প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?

জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম/@madhumita_sarcar

মধুমিতা জানিয়েছেন, “আমি খুব টেনশনে আছি। কারণ দর্শকদের আমার থেকে অনেকটা এক্সপেক্টেশন রয়েছে আর সেটা পূরণ করার দায়িত্বও আমার। তাই তোড়জোড় করে খাটা-খাটনিও শুরু করে দিয়েছি। এখন একদম নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না।” ছবি ও চরিত্রটা চ্যালেঞ্জিং মধুমিতার কাছে, তাই কঠোর পরিশ্রম করে চলেছেন অভিনেত্রী। তিনি বলেন, “একজন বাঙালি অভিনেত্রী হিসাবে, এটি আমার জন্য একটি কঠিন চরিত্রে অভিনয় করা হবে। যদিও এটি একটি হিন্দি ছবি; এটি বেশিরভাগই ভোজপুরি এবং বিহারীতে শ্যুট করা হবে। আমি এই ভূমিকার জন্য প্রস্তুত করার জন্য কঠোর পরিশ্রম করছি।” তবে মধুমিতার নতুন হিন্দি ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ আগ্রহের শেষ নেই।

জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম/@madhumita_sarcar
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen