শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতে নজির গড়লেন ভারতীয় শ্যুটার

এখনও পর্যন্ত শ্যুটিং বিশ্বকাপে ১৩টি পদক পেয়েছে ভারত।

July 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: The Bridge

শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতে নজির গড়লেন ভারতীয় শ্যুটার মইরাজ আহমেদ খান। প্রথম ভারতীয় হিসেবে স্কিট প্রতযোগিতায় সোনা জিতলেন তিনি। ৪৬ বছর বয়সী এই শ্যুটার এর আগে ২০১৬ সালের বিশ্বকাপে রুপো জিতেছিলেন। ভারতের হয়ে দু’বার অলিম্পিক্সেও অংশ নিয়েছেন তিনি।

এখনও পর্যন্ত শ্যুটিং বিশ্বকাপে ১৩টি পদক পেয়েছে ভারত। তার মধ্যে পাঁচটি সোনা, পাঁচটি রুপো ও তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে। পদক তালিকায় সবার উপরে রয়েছে ভারত।

ভারতীয় শ্যুটার মইরাজ ৪০ শটের ফাইনালে ৩৭ শটে শেষ করেন। এই স্কিট প্রতিযোগিতায় কোরিয়া রুপো এবং ব্রিটেন ব্রোঞ্জ জিতেছেন। ভারতীয় শ্যুটারদের মধ্যে সব থেকে বেশি বয়স মইরাজের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen