আজ মকর সংক্রান্তি, কিউইদের বিরুদ্ধে নামছেন কোহলিরা, হাই কোর্টে ED বনাম মমতা জোড়া মামলা, নজর কোন কোন খবরে?

January 14, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৩০:

আজ মকর সংক্রান্তি
গোটা দেশজুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তির উৎসব। বাংলার ঘরে ঘরে পৌষ-পার্বণ, পিঠে-পুলি উৎসবের প্রস্তুতি চলছে। একদিকে সাগরমেলা অন্যদিকে জয়দেব-কেঁদুলির মেলা হয়ে উঠেছে মানুষের মিলনক্ষেত্র। গঙ্গাসাগরে স্নান করে পুণ্য অর্জন করেন তীর্থযাত্রীরা। আজ ভোর থেকেই শুরু হয়েছে স্নান। কপিলমুনির মন্দিরে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ‍্যের একঝাঁক মন্ত্রী-আমলারা সাগরে পৌঁছে গিয়েছেন।

ভারত বনাম নিউজিল্যান্ড
আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে নামছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে রয়েছেন কোহলিরা। রান তাড়া করতে নেমে চেনামেজাজে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন কিং কোহলি। আজ খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

হাই কোর্টে জোড়া মামলা
ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দপ্তরে ইডির তল্লাশি অভিযানের ঘটনায় কলকাতা হাই কোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে। প্রথম মামলাটি করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, ইডি বেআইনিভাবে তল্লাশি চালিয়েছে। ভোট সংক্রান্ত নথি এবং কৌশল চুরি করতেই ইডির ওই তল্লাশি, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তদন্তে বাধার অভিযোগ তুলে মামলা করেছে ইডি। আজ দু’টি মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা। শুনানির লাইভ স্ট্রিম হবে, সে সংক্রান্ত খবরে নজর থাকবে।

WPL-এ মুখোমুখি দিল্লি ও ইউপি
আজ মেয়েদের আইপিএলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্স। দু’টি দলই চলতি WPL-এ একটা ম্যাচেও জয়ের মুখ জিততে পারেনি। দুই দলই আজ তৃতীয় ম্যাচ। জেমাইমা রদ্রিগেজের দিল্লি কি জয়ের স্বাদ পাবে নাকি টেক্কা দেবে ইউপি? আজ খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রাজ্যে নিপা ভাইরাসের পরিস্থিতি
রাজ্যে নিপা ভাইরাসকে কেন্দ্র করে আতঙ্ক বাড়ছে। আক্রান্ত দুই নার্স ভেন্টিলেশনে রয়েছেন, তাঁদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। রাজ্য একাধিক পদক্ষেপ করেছে। কেন্দ্রের তরফেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালের ১০টি এমার্জেন্সি শয্যা এবং ওয়ার্ডে ৬৮টি শয্যা প্রস্তুতও রাখা হয়েছে। সতর্ক থাকার বার্তা দিচ্ছেন চিকিৎসকেরা।

শীতে ভাটা?
শহরের শীতে ভাটার টান। দক্ষিণবঙ্গের বাকি জেলায় মোটামুটি শীতের দাপট আছে। হাড় কাঁপানো শীতের দাপট এখনও অক্ষত উত্তরবঙ্গে। আলিপুর হাওয়া অফিসের মতে, আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট থাকবে। উত্তরের জেলাগুলি ঘন কুয়াশায় কারণে দৃশ্যমানতা কমার সম্ভাবনা থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen