জাতীয় মঞ্চে বাংলার জয়গান, জুনিয়র মিস ইন্ডিয়া মালদহের প্রিন্সিপ্রিয়া ভৌমিক

January 14, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৩০: বাংলার মুখ উজ্জ্বল করল মালদহের কিশোরী। জাতীয় মঞ্চে আবারও সাফল্যের পতাকা উড়ল রাজ্যের। জুনিয়র মিস ইন্ডিয়া ২০২৬-এর মুকুট উঠল বাংলার মেয়ে প্রিন্সিপ্রিয়া ভৌমিকের মাথায়। ১৫–১৬ বছর বয়সিদের বিভাগে সেরা হয়ে গোটা রাজ্যের গর্ব বাড়াল সে।

মালদহ জেলার ইংরেজবাজার শহরের বাসিন্দা প্রিন্সিপ্রিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বাবা সুরজিৎ ভৌমিক পেশায় ব্যবসায়ী। জয়পুরে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২৫টি রাজ্য থেকে ৫ থেকে ১৬ বছর বয়সি প্রতিযোগীরা অংশ নেন। মোট ১৭২ জন ফাইনালিস্টের মধ্যে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসে বিচারকদের মন জয় করে নেয় প্রিন্সিপ্রিয়া।

জয়পুরের ক্লার্কস আমের হোটেলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী রিভা অরোরা, মিস সুপ্রান্যাশনাল ইন্ডিয়া শেফালি সুদ, সাংবাদিক অলোক শ্রীবাস্তব, আইপিএস আধিকারিক ডঃ প্রশান্ত চৌবে, ফ্যাশন ডিজাইনার কৃতি রাঠোর, কাস্টিং ডিরেক্টর শোভা গোরি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এই মঞ্চে বাংলার আরও সাফল্য নজর কেড়েছে। আসানসোলের আরোহী চট্টোপাধ্যায় ৮–১০ বছর বিভাগে বিজয়ী হয়েছে। একই বিভাগে ফার্স্ট রানার-আপ মালদহের মধুপর্ণা সিদ্ধান্ত, যে ছিন্নমস্তা কালী মুখোশে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। মধ্যমগ্রামের সুহানি নন্দী ৫–৭ বছর বিভাগে প্রথম রানার্স-আপ।

সাফল্যের পর প্রিন্সিপ্রিয়া জানিয়েছে, পরিবারই তার সবচেয়ে বড় শক্তি। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করাই এখন তার স্বপ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen