আই-প্যাক কর্তার বাড়িতে ED হানায় ক্ষুব্ধ মমতা, প্রতিবাদে শুক্রেই মহামিছিল

January 8, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৫: বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ চরমে। বৃহস্পতিবার সাতসকালে আই-প্যাক (I-PAC) কর্তা প্রতীক জৈনের (Prateek Jain) বাড়ি ও অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হানাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় এজেন্সির এই ‘অতিসক্রিয়তা’র প্রতিবাদে শুক্রবারই রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে সল্টলেক সেক্টর ফাইভে আই-প্যাকের অফিস এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে একযোগে তল্লাশি অভিযান শুরু করে ইডি। খবর পাওয়া মাত্রই নগরপাল মনোজ ভার্মাকে সঙ্গে নিয়ে সটান লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর তিনি বেরিয়ে আসেন। তবে এই ঘটনাপ্রবাহে যুক্ত হয় এক নাটকীয় মোড়। প্রত্যক্ষদর্শীদের মতে, আই-প্যাক কর্তার বাড়িতে ঢোকার সময় মুখ্যমন্ত্রী খালি হাতে থাকলেও, ফেরার সময় তাঁর হাতে বেশ কিছু ফাইল, হার্ড ডিস্ক এবং একটি ল্যাপটপ দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা স্পষ্ট জানিয়ে দেন, “এগুলি আমার দলের সম্পত্তি। তাই আমি নিয়ে যাচ্ছি।”

সেখান থেকে বেরিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নজিরবিহীন ও বিস্ফোরক আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের গোপন নথি ও প্রার্থী তালিকা হাতিয়ে নিতেই এই ‘রাজনৈতিক’ অভিযান চালানো হয়েছে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করিয়েছেন ন্যাস্টি হোম মিনিস্টার (Nasty Home Minister), নটি হোম মিনিস্টার (Naughty Home Minister)।” তিনি পাল্টা প্রশ্ন তোলেন, “আমার দলের গোপন তথ্য জানার জন্য আই-প্যাক অফিসে হানা দেওয়া হচ্ছে। আমি যদি বিজেপি অফিসে হানা দিই?”

শুধু প্রার্থী তালিকা বা গোপন নথি হাতিয়ে নেওয়াই নয়, ভোটার তালিকা নিয়েও গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মমতা। তাঁর দাবি, “রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কোনও নথি ছাড়া ভোটারদের সন্দেহ করা হচ্ছে। এরা দেশটাকে রক্ষা করতে পারে না, খালি ষড়যন্ত্র করছে।”

এই ঘটনার প্রতিবাদে অবিলম্বে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল। তৃণমূলের তরফে X (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানানো হয়েছে, গণতন্ত্রের ওপর এই আঘাতের প্রতিবাদে আগামীকাল, শুক্রবার দুপুর ২টোয় যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। মিছিলে পা মেলাবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে আই-প্যাক কর্তার বাড়িতে ইডি হানা এবং পালটা মুখ্যমন্ত্রীর এই কড়া পদক্ষেপ ও রাজপথে নামার সিদ্ধান্ত বাংলার রাজনীতির পারদ যে কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen