‘বলেছিল ২০০ পার, হয়ে গেছে পগারপার’ বিধানসভায় বিজেপিকে আক্রমণ মমতার

বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণে সেই গোলমালের কথা টেনে এনে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

March 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের সময়ে তুমুল বিক্ষোভ দেথায় বিজেপি। ওই গোলমালের মধ্যে পড়ে রাজ্যপাল তাঁর ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। সেই ঘটনার জেরে আজ বিধানসভার বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিজেপি বিধায়ক মিহির গোষামী ও সুদীপ মুখোপাধ্যায়কে। এর প্রতিবাদে ফের প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সাসপেনশন তুলে নেওয়া দাবিতে প্রবল হইচই শুরু করে দেয় গেরুয়া শিবিরের বিধায়করা। বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণে সেই গোলমালের কথা টেনে এনে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বিধানসভায় তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিজেপি। ওরা মানুষের কথা শোনে না। ওদের একটাও আসন দেওয়া উচিত নয়। খালি দাঙ্গা করে। সমস্ত অপপ্রচারের জবাব দিয়েছে বাংলার মানুষ। মনে রাখবেন বাংলায় রয়্য়াল বেঙ্গল টাইগার আছে। অব কি বার, বিজেপি পগার পার।

বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, যারা সাধারণ ভাবে নিজেরে এলাকাতেই জিততে পারে না তারা আবার বড় বড় কথা বলে। আমরা চাই শান্তি ওরা চায় অশান্তি। আমারা চাই শিল্প, ওরা চায় দুর্ভিক্ষ। ওদের বিশ্রাম নেওয়ার সময় এসেছে। কাজ করতে জানে না, কাজ করতে পারে না। সবুজ সাথী, শিক্ষাশ্রী সব করেছি আমরা। বাংলা দীর্ঘদিন পিছিয়ে ছিল। এখন উন্নয়নের শিখরে উঠেছে। যারা ভাষা জানে না, এনআরসি আন্দোলন করলে গুলি করে মারে, কোভিডে মারা গেলে গঙ্গায় ভাসিয়ে দেয় তারা আবার কথা বলে কী করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen