আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ‘ডক্টরস কনভেনশনে’, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?

রাজ্যে এমন স্বাস্থ্য কনভেনশন নজিরবিহীন।

February 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, সোমবার বিকেলে চিকিৎসকদের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ‘ডক্টরস কনভেনশনে’ অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অনেক সদস্যই হাজির থাকবেন বলে খবর। এছাড়াও গোটা রাজ্যের চিকিৎসকেরা থাকবেন বলে জানা যাচ্ছে। রাজ্যে এমন স্বাস্থ্য কনভেনশন নজিরবিহীন।

সিংহভাগ চিকিৎসক শনিবারই জানিয়ে দিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির থাকতে চান। চিকিৎসকদের বক্তব্য, সরকারি অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, অবশ্যই উপস্থিত থাকবেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই কনভেনশনের উদ্যোক্তা রাজ্য সরকারের স্বাস্থ্য গ্রিভান্স সেল। তিন হাজারের বেশি সরকারি-বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসক ও পড়ুয়ারা থাকবেন সেখানে।

সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। এনআরএস মেডিক্যাল কলেজে কিউআর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র চালু হয়েছে। এতদিন ডাক্তারদের হাসপাতালে হাজিরা খাতায় সই করলেই হত। নয়া মেশিনে ডাক্তাররা কিউআর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র ধরলে স্ক্যান হয়ে যাবে। মেশিন মিলিয়ে দেখবে চোখের মণি। নিজেকে নন-প্র্যাকটিসিং দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের চিকিৎসকদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মত নানা মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen