গৌরীকুণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্বিগ্ন মমতা, কী লিখলেন X হ্যান্ডেলে?

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা, এরই মধ্যে ফের মাঝ আকাশে দুর্ঘটনা ঘটল। রবিবার সকালে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। সূত্রের খবর, কপ্টারটিতে চালক ও ৬ জন যাত্রী সহ মোট সাত জন ছিলেন। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, পাঁচজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ এবং এসডিআরএফ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

June 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩০: আহমেদাবাদে বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা, এরই মধ্যে ফের মাঝ আকাশে দুর্ঘটনা ঘটল। রবিবার সকালে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। সূত্রের খবর, কপ্টারটিতে চালক ও ৬ জন যাত্রী সহ মোট সাত জন ছিলেন। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, পাঁচজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ এবং এসডিআরএফ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, “আজ সকালে আর একটি বেসামরিক বিমান দুর্ঘটনার দুঃখজনক খবর পাওয়া গিয়েছে। এবার উত্তরাখণ্ডে, কেদারনাথ-গৌরীকুণ্ড-গুপ্তকাশী অঞ্চলে দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটিতে একটি শিশু এবং পাইলট সহ ৭ জন আরোহী ছিলেন। সংবাদ মাধ্যম ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছে। উদ্ধারকাজ ও অনুসন্ধান অভিযানের ফলাফলের অপেক্ষায় আছি, আমি বিমানে থাকা প্রত্যেকের জন্য প্রার্থনা করছি।”

উল্লেখ্য, উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভলপমেন্ট অফরিটি (UCADA) এই দুর্ঘটনা নিয়ে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ভোর ৫ টা ২০ নাগাদ ৬ জন যাত্রীকে নিয়ে টেক অফ করে হেলিকপ্টারটি। যাঁদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু ছিল। যাত্রীরা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen