‘ত্রাণ নিয়ে রাজনীতি নয়, রুখতে হবে বিজেপির ফেক নিউজও!’ ২১-এর মন্ত্র দিলেন মমতা

দলের বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই তিনি করোনা-আম্পান নিয়ে বিরোধীদের ভুল প্রচারের মোকাবিলায় রাজ্যর সাফল্য নিয়ে প্রচারে নামার নির্দেশ দেন দলীয় নেতাদের।

June 6, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

সামনের বছরই বিধানসভা নির্বাচন। আর তার আগের বছরই করোনা-আম্পানে বিপর্যস্ত রাজ্য। এই পরিস্থিতিতে ঘর গোছাতে শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলের বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই তিনি করোনা-আম্পান নিয়ে বিরোধীদের ভুল প্রচারের মোকাবিলায় রাজ্যর সাফল্য নিয়ে প্রচারে নামার নির্দেশ দেন দলীয় নেতাদের। জানিয়ে দেন, বুথ স্তরে মানুষকে জানাতে হবে সরকারের ভূমিকা ও সাফল্য।

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ফেক নিউজ মানুষের মধ্যে বিভান্ত ছড়ানোর চেষ্টা করছে। তা প্রতিহত করতে ডোর টু ডোর প্রচারে জোর দিতে হবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন তা মাথায় রেখে চলতে হবে। সোশ্যাল মিডিয়াকে আরও শক্তিশালী ও নিবিড় জনসংযোগ করতে হবে।’ তবে রাজ্যের এমন সংকটপূর্ণ সময়ে ত্রাণ নিয়ে রাজনীতি করা যাবে না বলে এদিন দলীয় নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ত্রাণ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক রঙ দেখা যাবে না। রেশন বা ত্রাণ বন্টন নিয়ে কোনোরকম দুর্নীতি অনিয়ম বা দলবাজি হলে তার বিরুদ্ধে প্রশাসন সবরকম ব্যবস্থা নেবে। দল তার পাশে থাকবে না।’

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তবে, দলের মধ্যে থেকে দলের বিরুদ্ধে মুখ খুললে তা ভালোভাবে নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, আম্পানের পর দলের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন মন্ত্রী সাধন পান্ডে। এদিন সেই প্রসঙ্গে নাম না করে তিনি বলেন, ‘কলকাতার নেতাদের বলছি, তারা এদিকে ওদিকে মুখ খুলছেন। তারা চাইলে দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন।’

এদিনের বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধেও মুখ খুলেছেন তৃণমূল নেত্রী। বলেন, ‘কেন্দ্র অপরিকল্পিত লকডাউন করেছে। তাই এত অসুবিধা হচ্ছে। যদি আমাদের জানিয়ে করত, তাহলে আমরাই সবাইকে ফিরিয়ে আনতাম। যারা ফিরে এসেছেন তাদের সবাইকে গ্রহণ করতে হবে।’ তবে, সরকার যে পরিযায়ীদের নিয়ে যথেষ্ট মানবিক, তা বোঝাতেই তিনি বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের কোয়ারানটিনে রাখতেই হবে। সেখানেই রেখে তাদের খাবার-দাবার দিতে হবে, দেখভাল করতে হবে।’

২০২১-এর লক্ষ স্থির করে দলের নেতাদের নেত্রীর নির্দেশ, ‘সবাই মন দিয়ে কাজ করুন। ভালোভাবে কাজ করুন এলাকায় জনসংযোগ বাড়ান, সংগঠন বাড়ান। ধীরে ধীরে ২০২১ সালের বিধানসভা ভোটের জন্য তৈরি হন।’

তথ্য সূত্র: রাজা চট্টোপাধ্যায়

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen