ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে টুইট-তোপ মমতার
বয়স, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়র বিনামূল্যে ভ্যাকসিনের প্রয়োজন। ভারত সরকারকে কেন্দ্র ও রাজ্যের কোভিড ভ্যাকসিনের জন্য একই মূল্য নির্ধারণ করতে হবে, লেখেন মমতা।

গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ। দিন দিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এমনকি দেশজুড়ে ভ্যাকসিনের আকাল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন তিনি ট্যুইটারে লেখেন, এক দেশ, এক দল, এক নেতা নিয়ে সর্বদা বিজেপি চিৎকার করে। কিন্তু ভ্যাকসিনের (Covid vaccine) সময় একটাই দাম করতে পারেনা।
বয়স, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়র বিনামূল্যে ভ্যাকসিনের প্রয়োজন। ভারত সরকারকে কেন্দ্র ও রাজ্যের কোভিড ভ্যাকসিনের জন্য একই মূল্য নির্ধারণ করতে হবে, লেখেন মমতা।