‘আমাকে শোকজ করে লাভ নেই’ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মমতার

ডোমজুড়ের সভা থেকে মমতা বললেন, “আমার বিরুদ্ধে কেস, শোকজ করলেও কিছু এসে যায় না। মোদির বিরুদ্ধে ক’টা অভিযোগ দায়ের হয়েছে? যারা নন্দীগ্রামে দাঁড়িয়ে বলছে পাকিস্তান, তাঁদের তো কিছু হচ্ছে না। পরিকল্পনা করে আমার বিরুদ্ধে এসব করে কোনও লাভ হবে না।”

April 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

“আমার বিরুদ্ধে কেস, শোকজ করে লাভ নেই”, কমিশনে নালিশ ও শো কজ প্রসঙ্গে ডোমজুরের সভা থেকে হঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করলেন তিনি। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “যত খুশি মামলা করো। আমাদের জয় নিশ্চিত।”

গত ৩ এপ্রিল তারকেশ্বরে নির্বাচনী (West Bengal Assembly Elections) প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “শয়তানদের কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না।” অভিযোগ তোলেন, “বাংলাকে বিজেপি (BJP) ধর্মের নামে ভাগ করে দিতে চাইছে। বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে।”

মমতার এই মন্তব্যের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। কেন্দ্রীয় মন্ত্রীর সেই অভিযোগের ভিত্তিতে বুধবার মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শুক্রবারের মধ্যে নিজের মন্তব্য ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয় মমতাকে। সেই প্রসঙ্গেই এবার পালটা দিলেন তৃণমূল নেত্রী।

ডোমজুড়ের সভা থেকে মমতা বললেন, “আমার বিরুদ্ধে কেস, শোকজ করলেও কিছু এসে যায় না। মোদির বিরুদ্ধে ক’টা অভিযোগ দায়ের হয়েছে? যারা নন্দীগ্রামে দাঁড়িয়ে বলছে পাকিস্তান, তাঁদের তো কিছু হচ্ছে না। পরিকল্পনা করে আমার বিরুদ্ধে এসব করে কোনও লাভ হবে না।”

বেহালাতেও মমতার অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে ন্যায় পাওয়া যাচ্ছে না। বিজেপি সব এজেন্সি কিনে নিয়ে শুধু ধমকাচ্ছে আর চমকাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen