কারও কোনও পানিশমেন্ট হতে দেব না – নির্বাচন কমিশনের অতিসক্রিয়তা নিয়ে সরব মমতা

বাংলার আধিকারিকদের সাসপেন্ড করার জন্য নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

August 6, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৬: ভোটার তালিকায় ত্রুটির অভিযোগে বাংলার আধিকারিকদের সাসপেন্ড করার জন্য নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ECI-এর এই পদক্ষেপকে অবৈধ বলেছেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে সর্ব হয়েছেন ভোটার তালিকা তৈরিতে ত্রুটির অভিযোগে চার রাজ্য সরকারি কর্মকর্তা এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করার জন্য। তিনি এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভোট প্যানেলকে BJP-র নির্দেশে কাজ করার অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকারি কর্মীদের ভয় দেখানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের ভয় দেখানোর চেষ্টা করার অভিযোগ এনেছেন এবং বলেছেন যে তাঁর প্রশাসন তার কর্মীদের পাশে থাকবে।

“নির্বাচনের অনেক দিন বাকি থাকা সত্ত্বেও তারা লোকজনকে সাসপেন্ড করা শুরু করেছে। তারা (ECI) বিজেপির দাস। তারা (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী) অমিত শাহ এবং বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন তিনি যা বলবেন তাই হবে,” অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ।

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা তৈরির সময় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন চার কর্মকর্তা – দুই নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ERO) এবং দুই সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (AERO) – এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর এবং আরও একজন কর্মীকে বরখাস্ত করার একদিন পরই তার এই মন্তব্য এলো।

পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্তকে লেখা এক চিঠিতে নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র বলেছেন যে রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা (সিইও) দুটি নির্বাচনী এলাকার ভোটার তালিকায় “ভুলভাবে নাম সংযোজন” সম্পর্কিত একটি প্রতিবেদন পাঠিয়েছেন।

প্রতিবেদনের ভিত্তিতে, নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে বারুইপুর পূর্বের দেবোত্তম দত্ত চৌধুরী (ERO) এবং তথাগত মণ্ডল (AERO) এবং ময়নার বিপ্লব সরকার (ERO) এবং সুদীপ্ত দাস (AERO) কে বরখাস্ত করেছে। একজন ডেটা এন্ট্রি অপারেটরকেও বরখাস্ত করা হয়েছে।

কমিশনের নির্দেশাবলী অনুসরণ না করার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen