চক্ষুদান করে দেবী আবাহনের সূচনা মমতা ব্যানার্জির

আম বাঙালির মনন জুড়ে এখন শুধুই দশভুজার আবাহনের প্রতীক্ষা!

October 10, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

আম বাঙালির মনন জুড়ে এখন শুধুই দশভুজার আবাহনের প্রতীক্ষা! মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ববিধি আর করোনা আবহের হাজারো গণ্ডি মেনেই তেরো পার্বনের শ্রেষ্ঠ উৎসব পালনে মুখিয়ে আছে গোটা রাজ্য। সেই পার্বনে বাংলার ‘দিদি’ও যেন জড়িয়ে রয়েছেন অঙ্গাঙ্গিভাবে। উদ্বোধন পর্বে সব তারকা, মন্ত্রী আর সান্ত্রীদের ছাপিয়ে ফি বছরের মতো এবারও মূল আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ই। কলকাতা সহ গোটা রাজ্য তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে প্রতি বছর পুজো পর্বে হাজারো বায়না নিয়ে ‘দিদি’র কাছে আর্জি জানিয়ে আসছেন আয়োজক ভাইরা।
পরিবেশ আর পরিস্থিতি প্রতিকূল থাকলেও, বিশ্বব্যাপী মহামারীর এই জটিল আবর্তে সেই আব্দার এবারও অব্যাহত। বরং এবার যেন একটু বেশিই। মহানগরী কলকাতা, শহরতলি, হাওড়া, হুগলি সহ গোটা রাজ্য এমনকী ভিন প্রদেশ থেকে থেকে এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজার আমন্ত্রণ এসে পৌঁছেছে নবান্নের ১৪তলায় বাংলার মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। কেউ অনুরোধ করেছেন পুজো উদ্বোধনের, কেউ আবার শুধুমাত্র শুভেচ্ছাবার্তা পেলেই খুশি, এমনটাও জানিয়ে রেখেছেন। ডাকযোগে আর অনলাইনে আসা আমন্ত্রণ পত্রে অনেকের আবার কাতর আর্জি—সশরীরে আসা এবার সম্ভব নয়, তাই ভার্চুয়ালি উদ্বোধন করে দিন। আমরা সেভাবেই প্রস্তুত থাকব। নবান্ন সূত্রের খবর, সঙ্কটপর্বে নানা আর্থিক প্রতিকূলতায় অনেক উদ্যোক্তাই এবার পুজোর আয়োজন কীভাবে হবে, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। মহিষাসুরমর্দিনীর আবাহনের আয়োজন ‘করোনাসুরের’ দাপট পর্বে আদৌ কি সম্ভব? ছোট পুজোর উদ্যোক্তাদের সেই দোলাচল কেটেছে ‘মমতা পরশে’। পুলিস ও প্রশাসনের যাবতীয় শর্ত মেনে যারা করেছে দেবীর আবাহনের আয়োজন, সেই সমস্ত পুজো কমিটি পাবে ৫০ হাজার টাকার অনুদান। সঙ্গে বিদ্যুৎ, দমকল সহ পুজো আয়োজনের যাবতীয় আনুষ্ঠানিকতায় বিস্তর ছাড়!
দেবীর আবাহনের সূচনা কার্যত সোমবার থেকেই শুরু করছেন বাংলার মুখ্যমন্ত্রী। ওইদিন বিকেলে দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশিত হবে নজরুল মঞ্চে। ওই অনুষ্ঠানের দর্শক-শ্রোতাদের প্রাপ্তির ভাঁড়ারে বাড়তি সংযোজন ‘সৃষ্টি’, পুজোর গানের অ্যালবাম। যার সাতটি গানেরই গীতিকার-সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীল সেন, রূপঙ্কর, মনোময়, লোপামুদ্রা আর দেবজ্যোতি কণ্ঠ দিয়েছেন অ্যালবামে। সেই অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী সোজা যাবেন চেতলা অগ্রগামীর দেবী অধিষ্ঠান মণ্ডপে। মন্ত্রিসভার সহকর্মী ববি হাকিমের পুজো আয়োজনের সূচনায় ফি বছরের মতো এবারও দশভূজার ‘চোখ’ আঁকবেন মমতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen