আজ দক্ষিণেশ্বর কালী মন্দিরের ‘লাইট অ্যান্ড সাউন্ড শো ‘মাতৃশক্তি’র উদ্বোধন করবেন মমতা

বেশ কিছু দুষ্প্রাপ্য ঐতিহাসিক দ্রষ্টব্য এতদিন মন্দির কর্তৃপক্ষের হেফাজতে ছিল। এবার ভক্তরা তা দেখতে পারবেন। ঠিক হয়েছে, প্রতিদিন খোলা থাকবে এই সংগ্রহশালা। এর জন্য কোনও প্রবেশমূল্য লাগবে না।

June 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভক্তদের কাছে এবার আরও আকর্ষণীয় হয়ে উঠছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধনস্থল দক্ষিণেশ্বর। এবার শ্রীরামকৃষ্ণ ঠাকুরের পরিধেয় পবিত্র ধুতি, ভবতারিণী মায়ের খড়্গ আর রানি রাসমনির শ্বেতপাথরের সিংহাসন দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। দক্ষিণেশ্বর কুঠিবাড়িতে প্রজ্ঞাতীর্থ গ্রন্থাগার লাগোয়া বড় ঘরটি রূপ নিয়েছে পূর্ণাঙ্গ এক সংগ্রহশালার। সেখানেই থাকবে ধর্মপ্রাণ মানুষের এহেন সব আকর্ষণ।

বেশ কিছু দুষ্প্রাপ্য ঐতিহাসিক দ্রষ্টব্য এতদিন মন্দির কর্তৃপক্ষের হেফাজতে ছিল। এবার ভক্তরা তা দেখতে পারবেন। ঠিক হয়েছে, প্রতিদিন খোলা থাকবে এই সংগ্রহশালা। এর জন্য কোনও প্রবেশমূল্য লাগবে না।

বৃহস্পতিবার বিকেলে এই সংগ্রহশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লাইট অ্যান্ড সাউন্ড’এর (আলো ও ধ্বনি) সমন্বয়ে পুণ্যতীর্থ দক্ষিণেশ্বরের বৃত্তান্ত সবার সামনে তুলে ধরার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই পরিকল্পনা গত এক বছর ধরে বাস্তবায়িত করেছে কেএমডিএ। আজ, দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিবৃত্ত ‘মাতৃশক্তি’র প্রিমিয়ারেরও উদ্বোধন করবেন মমতা। দেবালয়ের নাটমন্দিরে আলো ও ধ্বনির সমন্বয়ে কালী বৃত্তান্ত এখনও থেকে ভক্তরা নিয়মিত প্রত্যক্ষ করতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen