সাক্ষাৎ হতে পারে তিন বার, প্রধানমন্ত্রীকে বাংলার বঞ্চনার কথাই বলবেন মমতা

মমতাই মুখ্যমন্ত্রীদের এই জোটের নেতৃত্ব দিতে পারেন। রবিবারের আগে মমতার সঙ্গে পৃথক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের ভগবন্ত মানের সঙ্গে।

August 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
মোদী-মমতা সাক্ষাতকার, ফাইল ছবি

আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার উপ রাষ্ট্রপতি নির্বাচন। তার ঠিক আগেই, বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে পৌঁছেছেন তিনি। যোগসাজশ খুঁজতে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। চারদিনের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর তিনবার সাক্ষাৎ হতে পারে। জানা যাচ্ছে, সুযোগ পেলেই কেন্দ্রে বাংলার বঞ্চনার কথা তুলে ধরতে পারেন তিনি।

এবারের দিল্লি সফরে আরও বেশি সোচ্চার হওয়ার সম্ভাবনা মমতার। রবিবার রাষ্ট্রপতি ভবনের বিশাল কনভেনশন হলে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে তিনি সরব হতে পারেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন, জিএসটি ক্ষতিপূরণের বকেয়া, ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গকে একটি পয়সাও না দেওয়া, রাজ্যের অধিকারে কেন্দ্রের হস্তক্ষেপের মতো একাধিক অভিযোগে । অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এ ব্যাপারে মমতার পাশে দাঁড়াবেন বলে জানা গিয়েছে। রাজ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে ইডির অতি সক্রিয়তা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীরা একজোট হচ্ছেন এই ইস্যুতে মোদীর সরকারকে সম্মিলিতভাবে চেপে ধরতে, এরকমই জানা যাচ্ছে। মমতাই মুখ্যমন্ত্রীদের এই জোটের নেতৃত্ব দিতে পারেন। রবিবারের আগে মমতার সঙ্গে পৃথক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের ভগবন্ত মানের সঙ্গে।

আজ বিকেলে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। সন্ধেয় নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য বিনিময় হবে।

আগামীকাল, শনিবার রাষ্ট্রপতি ভবনের কনভেনশন হলে ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র জাতীয় কমিটির বৈঠক। সেখানেও সামনাসামনি দেখা হতে পারে প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen