কেমন চলছে চিকিৎসা? ‘ভাই’ নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা, কথা বললেন চিকিৎসকদের সঙ্গে

December 9, 2025 | 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৯: অসুস্থ গায়ক নচিকেতা চক্রবর্তীকে (Nachiketa Chakraborty) দেখতে আচমকাই হাসপাতালে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিকেলে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে গিয়ে গায়কের চিকিৎসার সবিস্তার খোঁজখবর নেন তিনি।

সূত্রের খবর, এ দিন বেলা সাড়ে ৩টে নাগাদ হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় ১৫ মিনিট তিনি সেখানে ছিলেন। নচিকেতাকে (Nachiketa) তিনি বরাবরই ‘ভাই’ বলে সম্বোধন করেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। হাসপাতাল ও ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গায়কের চিকিৎসা কেমন চলছে এবং তিনি চিকিৎসায় কতটা সাড়া দিচ্ছেন, চিকিৎসকদের কাছে তা খুঁটিয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নচিকেতা যাতে আগামী দিনে নিজের শরীরের প্রতি আরও যত্নবান হন, সেই বিষয়ে ‘দিদি’র মতোই গায়ককে মৃদু শাসনও করেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, হৃদপিণ্ডে দুটি স্টেন্ট বসানোর পর দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গায়কের। ইতিমধ্যেই তাঁকে সিসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। তিনি স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন এবং সকলের সঙ্গে কথাও বলছেন। এমনকি তাঁকে পছন্দের বই পড়তেও দেখা গিয়েছে। যদিও গায়ক একটু সুস্থ বোধ করতেই ফের মঞ্চানুষ্ঠানে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে চিকিৎসকরা এখনই তাঁকে ছাড়ছেন না। আপাতত তিনি পর্যবেক্ষণে রয়েছেন। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি ও শ্বাসকষ্ট শুরু হয় নচিকেতার। ঘামতে শুরু করেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। তৎক্ষণাৎ পরিবারের সম্মতিতে অস্ত্রোপচার করে দুটি স্টেন্ট বসানো হয়। গায়কের ঘনিষ্ঠ আর্যদেব জানিয়েছেন, টানা মঞ্চানুষ্ঠানের ফলে অতিরিক্ত পরিশ্রম ও ধকলের কারণেই সম্ভবত তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত গায়ক বিপন্মুক্ত এবং স্থিতিশীল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen