দলিত সাহিত্য অকাদেমি গঠন মমতার, শীর্ষে মনোরঞ্জন ব্যাপারী

নমঃশূদ্র, মতুয়া, বাগদি, বাউরি, ডোম ও মাঝি সম্প্রদায়ের প্রতিনিধিও থাকবেন এখানে।

September 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দলিত সাহিত্যকে সমৃদ্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন মনোরঞ্জন ব্যাপারীর নেতৃত্বে দলিত সাহিত্য অকাদেমি গঠন করার। 

লক্ষ লক্ষ দলিত যারা পশ্চিমবঙ্গে বাস করেন, তাদের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা দলিত সাহিত্য অকাদেমি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি যেখানে তাদের রচিত সাহিত্য মর্যাদা পাবে। অন্যান্য অনগ্রসর শ্রেণীকেও এর অন্তর্ভুক্ত করা হবে। নমঃশূদ্র, মতুয়া, বাগদি, বাউরি, ডোম ও মাঝি সম্প্রদায়ের প্রতিনিধিও থাকবেন এখানে।

তিনি আরও বলেন, এই অকাদেমির মুখ্য লক্ষ্য দলিত ও উদ্বাস্তুদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সেবিষয়ে সচেতন করা। এখানে এসে পড়াশোনাও করা যাবে। দলিত বিদ্যানদের সৃষ্টি প্রকাশও করা হবে। এই অকাদেমির চেয়ারম্যান হবেন মনোরঞ্জন ব্যাপারী।

মনোহর মৌলি বিশ্বাস, কুমার রানা, অধীর বিশ্বাস, তৃপ্তি সাঁতরা, আশিস হিরা, যতিন বালা, শ্যামল প্রামাণিক, কল্যাণী ঠাকুর চাঁড়াল, জ্যোতির্ময় রায়, বিজয়ন বর্মণ, বিজয় ভারতী, গোকুল বৈরাগী আছেন এই মণ্ডলীতে। এছাড়া সহকারী সদস্য হিসেবে থাকছেন অভিজিৎ মণ্ডল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen