অসমে মৃতদেহের ওপর নৃত্য, কোথায় মানবাধিকার কমিশন? হুঙ্কার মমতার
ভোটের আগে শেষ সপ্তাহ জুড়ে প্রচারের ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস। অনেকটাই ব্যাকফুটে রাজ্য বিজেপি।

৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা উপনির্বাচন। প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভোটের আগে শেষ সপ্তাহ জুড়ে প্রচারের ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস। অনেকটাই ব্যাকফুটে রাজ্য বিজেপি।
আজ শেক্সপিয়ার সরণিতে থানার কাছে প্রচার করবেন মুখ্যমন্ত্রী।
লাইভ আপডেট
৬:০৭: বিজেপি বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে গন্ডগোল করার চেষ্টা করলে আপনারা মাথা ঠান্ডা করে ভোট দেবেন।
৬:০৬: ভোট যারা দেবেন সেই দিন তারা সরকারি-বেসরকারি সব জায়গায় ছুটি পাবেন।
৬:০৫: আমাদের লক্ষ্য মানুষের জন্য কাজ করার, তাদের জন্যে লড়ার।
৬:০৪: আমরা দেশে তালিবানি শাসন চালাতে দেবো না। দেশটা গণতান্ত্রিক।
৬:০৩: আমরা সবাই আতঙ্কবাদী আর আপনি একাই দেশভক্ত!
৬:০০: পিএম কেয়ারে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়েছে। এখন বলছে অডিট হবেনা। কারণ ওটা সরকারের সম্পত্তি নয়। অশোক স্তম্ভ লাগিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা অন্যায়ভাবে তুলেছে।
৫:৫৯: ওরা বলছে বাংলা সুরক্ষিত নয়। কলকাতা দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর।
৫:৫৮: বাংলায় আমরা ৪০% বেকারত্ব কমিয়েছি। দারিদ্র আমরা কমিয়েছি ওরা বাড়িয়েছে।
৫:৫৭: আপনি কাকে ভোট দেবেন সেটা আপনাদের বিষয়। গ্যাসের মন্ত্রী গ্যাস বেলুনের মত কথা বলে। আমরা বাংলায় বিনা পয়সায় চাল দিই ওরা বিনা পয়সায় গ্যাস দেবে না কেন?
৫:৫৬: বিজেপি বিভাজনের রাজনীতি করে। এনআরসি-তে কত মানুষকে মেরে ফেলেছে কেউ জানে না।
৫:৫৫: বাংলায় সব ধর্মের উৎসব পালিত হয়। সব ধর্মের মানুষকে তাদের উৎসবে ছুটি দেয় রাজ্য সরকার।
৫:৫৪: ত্রিপুরায় ৪ নভেম্বর অব্দি ১৪৪ ধারা জারি করেছে। চারজনের বেশি একসাথে থাকতে পারবে না। তাহলে মা দুর্গা কি করে আসবেন? মা দুর্গারও চারটে ছেলে মেয়ে।
৫:৫৩: অসমে মৃতদেহের উপর নাচছে। এখানে মানবাধিকার কমিশন কোথায় গেল?
৫:৫২: উত্তরপ্রদেশে কোভিডে মৃত্যু লুকোতে মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেয়। সেই মৃতদেহ মালদা থেকে তুলে আমরা সৎকার করেছি। ধর্ম বিচার করিনি। মানুষগুলোকে শেষ সম্মানটুকুও দিল না।
৫:৫১: বাংলায় সবাই মিলেমিশে আছে। উত্তরপ্রদেশে কেউ যেতে পারে না।
৫:৫০: মানবতাই আমার একমাত্র ধর্ম। আমাকে তোমরা আটকাতে পারবেনা। বিজেপি আমাকে দমিয়ে রাখতে পারবে না।
৫:৪৮: বাংলায় এসে বলে মমতাদি দুর্গা পুজো করতে দেয় না। তাহলে আমাকে রোমে যেতে দিলেন না কেন? আমিতো ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতাম, শান্তির বার্তা দিতে পারতাম।
৫:৪৭: বলেছে মুখ্যমন্ত্রী এরকম অনুষ্ঠানে যেতে পারেন না। কেউতো দেশ থেকে প্রতিনিধিত্ব করত। আমার বাংলার বাইরে যাওয়ার কোনও ইচ্ছা নেই।
৫:৪৫: রোমের শান্তি সম্মেলনে আমার আমন্ত্রণ ছিল। ইতালি বিশেষ অনুমতি করে দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার অনুমতি দিল না। অনেকেই অনুমতি নেয় না। আমি নিই। কারণ আমি দেশের বিপক্ষে যাই না।
৫:৪৪: জঙ্গিপুর, সামসেরগঞ্জ আর ভবানীপুরে ভোট হচ্ছে। এখনও চারটি কেন্দ্রে ভোট হওয়া বাকি।
৫:৪৩: বাংলাকে সুরক্ষিত রাখতে হলে আপনাদের একটা ভোটও খুব গুরুত্বপূর্ণ।
৫:৪২: বাংলা নদীমাতৃক। আমি কলকাতা পৌরসভা, সিইএসসি-কে বলেদিয়েছি বেশি বৃষ্টি হলে কি কি করতে হবে। আমরা সে সব বুলবুল, আম্পানেও করেছি।
৫:৪১: কলকাতা নৌকার আকৃতির। তাই এখানে জল জমে যায়। বিহার, ভুটান, ঝাড়খন্ডে বৃষ্টি হলে সেই জল বাংলায় আসে। এটা আমাদের ভৌগলিক সমস্যা।
৫:৪০: শেষ চার মাস এত বৃষ্টি হয়েছে যে গঙ্গা উপচে পড়েছে। আমরা সাড়ে তিন লক্ষ পুকুর কেটেছি। ৫০০ কোটি টাকার চেকড্যাম বানিয়েছি।
৫:৩৯: ভোটের দিন বৃষ্টি হতে পারে। চীন থেকে নিম্নচাপ আসছে। এটা আমাদের হাতে নেই।
৫:৩৮: ভবানীপুরের অনেক ওয়ার্ডে ১০০ শতাংশ টিকাকরণ হয়ে গেছে। এই ৬৩ নম্বর ওয়ার্ডেও ৯০ শতাংশ হয়ে গেছে।
৫:৩৭: আমি এক জায়গায় সভা করলে আমার আওয়াজ সব জায়গায় যাবে।
৫:৩৬: ভবানীপুরের গর্ব তারা তৃণমূলের জন্ম দিয়েছে। এখান থেকে আমি ৬বার সাংসদ এবং ২বার বিধায়ক হয়েছি। ভবানীপুর মুখ্যমন্ত্রী করে পাঠায়।
৫:৩৫: জনসভার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। তাই ছোটখাটো সভা করছি।
৫:৩২: ভবানীপুর ছোট ভারতবর্ষ। এখানে সব ধর্মের, সব ধরনের মানুষ আছে।