দার্জিলিংয়ে স্কুল পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন মমতা

বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দার্জিলিংয়ে স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মমতা।

October 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরবঙ্গ সফরে গিয়ে শুধু সেখানকার সাধারণ মানুষের সঙ্গে নয়, সেখানকার ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গেও কথা বললেন তিনি। বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দার্জিলিংয়ে স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মমতা।

বুধবার কার্শিয়াংয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সার্কিট হাউস থেকে ৫ কিলোমিটার পায়ে হেঁটে গেছিলেন মহানদী বাজার। সেখানে কেনাকাটা করার পর দোকানদারদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। তারপর রাস্তার ধারে চায়ের দোকান থেকে চা খেয়ে আবার পায়ে হেঁটে সার্কিট হাউসে ফেরেন মুখ্যমন্ত্রী। তারপর বৃহস্পতিবার সকালে চলে আসেন দার্জিলিংয়ে। সেখানে বেশ কিছু স্কুল পড়ুয়ার সঙ্গে দেখা করেন তিনি। তাদের সঙ্গে কথা বলেন। তাদের উপহার দেন। দার্জিলিংয়ের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য পাহাড়ে স্টেডিয়াম তৈরির কথা বলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen