আউট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলার অস্থায়ী শিবির উদ্বোধনে মমতা, দিনাজপুরে অভিষেকের কর্মসূচি, শীতের দীর্ঘ স্পেলের সম্ভাবনা, আজ নজর কোন কোন খবরে?

January 7, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০:

কলকাতায় গঙ্গাসাগর মেলার অস্থায়ী শিবিরের উদ্বোধনে মমতা
জোরকদমে সাগর মেলার প্রস্তুতি চলছে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে মঙ্গলবার শহরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের স্বাগত জানাতে কলকাতায় গড়ে উঠছে শিবির। আজ সরকারি অস্থায়ী শিবিরগুলির প্রস্তুতি দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ৮ জানুয়ারি তাঁর শিবিরগুলির উদ্বোধন করার কথা। যদিও মঙ্গলবার গঙ্গাসাগর থেকে রওনা হওয়ার আগে মমতা জানিয়েছেন, আজ, বুধবার আউট্রাম ঘাটের অস্থায়ী শিবিরের উদ্বোধন করবেন তিনি।

দুই দিনাজপুরে অভিষেকের কর্মসূচি
জেলা সফর শুরু করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের পর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে দুই দিনাজপুরে। কলকাতা থেকে হেলিকপ্টারে তিনি বালুরঘাটে যাবেন। হেলিপ্যাড গ্রাউন্ডেই তৃণমূল সেনাপতি এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার পর ভিন রাজ্যে আক্রান্ত দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতেও যাওয়ার কথা তাঁর। উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো করবেন অভিষেক।

কত দিন থাকবে শীতের স্পেল?
হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গে আরও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। অন্তত সপ্তাহখানেক চলবে কড়া ঠান্ডার দাপট। পাশাপাশি থাকবে কুয়াশা। দৃশ্যমানতা অনেকটাই কমতে পারে। আগামী চার দিন তাপমাত্রার বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গেও পারদ নিম্নমুখী থাকবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ম্যাচ
আজ ভারতের অনূর্ধ্ব ১৯ দলের খেলা রয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে। তিন ম্যাচের সিরিজে আজ অন্তিম ম্যাচ। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গিয়েছে ভারত। তিন ম্যাচের এক দিনের সিরিজে এই মুহূর্তে ভারত ২-০ এগিয়ে। আজ তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা কি শেষ ম্যাচে প্রতিরোধ দেখাবে না-কি বৈভব সূর্যবংশীরা চুনকাম করবে প্রোটিয়াদের? খেলা শুরু দুপুর ১টা থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen