পেট্রোপণ্যে সরকারের রাজস্ব বেড়েছে ৩৭০%, কর কমাতে মোদীকে চিঠি মমতার

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০১৪-১৫ থেকে পেট্রোপণ্য থেকে সরকারের কর আদায় বেড়েছে ৩৭০ শতাংশ।

July 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের একটা বড় অংশেই পেট্রলের (Petrol) দাম লিটার প্রতি একশো টাকা ছাড়িয়েছে৷ এ রাজ্যেও সেঞ্চুরি করে ফেলেছে পেট্রল৷ ৯০ ছাড়িয়ে একশোর দিকে ছুটছে ডিজেলও (Diesel) ৷ জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ পেট্রল, ডিজেলের দাম কমাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নেওয়া করের হার কমানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় নীতির জন্যই নিত্যপ্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে৷ নাভিশ্বাস উঠছে আমজনতার৷

চিঠির শুরুতেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, গত ৪ মে-র পর থেকে আটবার পেট্রল এবং ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র৷ শুধুমাত্র জুন মাসেই মোট ছ’ বার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে৷ এক সপ্তাহে চার বার দাম বৃদ্ধির নজিরও রয়েছে৷ মমতার অভিযোগ, পেট্রল- ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণেই মুদ্রাস্ফীতি ঘটছে এবং যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে৷

প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও মনে করিয়ে দেন, ২০২০ সালের মে মাসের তুলনায় এবছর মে মাসে খুচরো পণ্যের দামের সূচক বেড়েছে ১২.৯৪ শতাংশ। ভোজ্য তেলের দাম বেড়েছে ৩০.৮ শতাংশ, ডিমের দাম বেড়েছে ১৫.২ শতাংশ, ফলমূলের দাম বেড়েছে ১২ শতাংশ। এর পেছনে প্রত্যক্ষভাবে দায়ি জ্বালানির মূল্যবৃদ্ধি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০১৪-১৫ থেকে পেট্রোপণ্য থেকে সরকারের কর আদায় বেড়েছে ৩৭০ শতাংশ। এর পেছনে রয়েছে ওইসব পণ্যের উপরে কেন্দ্রের লাগাতার শুল্ক বৃদ্ধি। এরকম এক পরিস্থিতিতে রাজ্যসরকার পেট্রল ও ডিজেলের উপরে শুল্কে কিছুটা ছাড় দিয়েছে। অন্যদিকে, কেন্দ্রে সেস বাড়িয়েই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন, মানুষের উপর চাপ কমানোর জন্য পেট্রল ও ডিজেলের উপরে কর কম করুর কেন্দ্রীয় সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen