আজ কোচবিহারের মমতার জনসভা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিযান শুরু ভারতের, নজর কোন কোন খবরে?

আজ কোচবিহারের মমতার জনসভা
ইতিমধ্যেই কোচবিহারে প্রশাসনিক বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ জনসভা করবেন তৃণমূলের সর্বময় নেত্রী। মতুয়া অধ্যুষিত বনগাঁয় এবং সংখ্যালঘু অধ্যুষিত মালদহ এবং মুর্শিদাবাদে SIR-র আবহে সভা করেছেন মমতা। আজ রাজবংশী অধ্যুষিত কোচবিহারে কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে নজর থাকবে।
আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ
আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ (India vs South Africa 2025)। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ আজ কটকে। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
সুপ্রিম কোর্টে বাংলার SIR সংক্রান্ত মামলার শুনানি
আজ সুপ্রিম কোর্টে বাংলার SIR সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে গত ২৬ নভেম্বর এই মামলার শুনানি হয়। ওই দিন নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। শুনানিতে কোন বিষয়গুলি উঠে আসে, কমিশন কী জানাল, সে দিকে নজর থাকবে।