বেনজির কাণ্ড! দেশের প্রধান বিচারপতির দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা আইনজীবীর

October 6, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২০: আজ, সোমবার বেনজির দৃশ্যের সাক্ষী থাকল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। আদালত কক্ষেই একজনআইনজীবীপ্রধান বিচারপতি বিআর গভাইয়ের (CJI BR Gavai ) দিকে জুতা ছোড়ার চেষ্টা করেন। সুপ্রিম কোর্টে এক মামলারশুনানি চলার সময়ে এমনটা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে অভিযুক্ত আইনজীবী হঠাৎই চিৎকার করে ওঠেন, ‘সনাতন ধর্মের অপমান সইবো না’। তারপরই জুতো ছোড়ার চেষ্টা করেন তিনি। দ্রুত পদক্ষেপ করেন সুপ্রিম কোর্টের নিরাপত্তারক্ষীরা। হামলকারী আইনজীবীকে বাইরে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত আইনজীবীর নাম রাকেশ কিশোর। ওই আইনজীবীকে হেপাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রধান বিচারপতি গাভাই উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘‘এ সব দেখে বিভ্রান্ত হবেন না। আমরা বিচলিত হই না। এই বিষয়গুলি আমাকে প্রভাবিত করে না।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen