রোনাল্ডোর রেকর্ডের দিনেও হেরে গেল ম্যান ইউ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সি পরার পর থেকেই ভয়ঙ্কর মেজাজে রয়েছেন পর্তুগিজ মহাতারকা।

September 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) জার্সি গায়ে প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristinao Ronaldo)। নিজে আগুনে ফর্মে থাকলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জেতাতে পারলেন না তিনি।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সি পরার পর থেকেই ভয়ঙ্কর মেজাজে রয়েছেন পর্তুগিজ মহাতারকা। গত শনিবার নিউ ক্যাসলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে (EPL) নিজের ‘দ্বিতীয়’ অভিষেকের ম্যাচে জোড়া গোল করে শিরোনামে চলে আসেন সিআর সেভেন। ইয়ং বয়েজের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচেও মাত্র ১৩ মিনিটেই গোল করে দেন রোনাল্ডো।

তবে রোনাল্ডোর গোলের সুখমুহূর্ত বেশিক্ষণ উপভোগ করতে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ৩৫ম মিনিটের মাথায় লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের ওয়ান-বিশাকা। দশ জন হয়ে যাওয়ার পর রীতিমতো বিপাকে পড়ে যায় ইউনাইটেড। তবু বিরতি পর্যন্ত লিড ধরে রাখতে পেরেছিল ‘রেড ডেভিলস’। কিন্তু বিরতির কিছুক্ষণের মধ্যে গোল খেয়ে যায় ইউনাইটেড। ম্যাচের ছেষট্টি মিনিটের মাথায় ইয়ং বয়েজের (Young Boys) গামালেউ গোল করে স্কোর ১-১ করে দেন। শেষ দিকে আরও একটা গোল হজম করে ইউনাইটেড। গোলদাতা সেইবাচেউ।

এদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হারের দিনে জয়ের সরণিতে ফিরেছে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব জুভেন্তাস মালমোর বিরুদ্ধে জিতেছে ৩-০ গোলে। এদিন আরেক হেভিওয়েট ক্লাসে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) কাছে ৩-০ গোলে হেরেছে মেসিহীন বার্সেলোনা (Barceloa)। বায়ার্নের হয়ে জোড়া গোল করলেন রবার্ট লেওয়েনডস্কি। অপর গোলটি করেন টমাস মুলার। আরেক ইংলিশ ক্লাব চেলসি ১-০ গোলে জিতেছে জেনিথের বিরুদ্ধে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen