‘কাঁকড়া’ প্রজাতির ম্যানগ্রোভ লাগানো হল প্রিন্সেপ ঘাট চত্বরে – কেন জানেন?

কলকাতা পুরসভার উদ্যান বিভাগ সূত্রে খবর, ইতিমধ্যেই দ্বিতীয় হুগলি সেতুর নীচে গঙ্গার ধারের প্রশস্ত জমিতে সেই ম্যানগ্রোভ গাছগুলি লাগানো হয়েছে।

April 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গঙ্গাপাড়ের ভাঙন রুখতে ‘কাঁকড়া’ প্রজাতির ম্যানগ্রোভ লাগানো হল নদীর ধারে। এটি হল এক ধরনের বড় পাতার কমলা ম্যানগ্রোভ, যা ‘প্রাচ্য ম্যানগ্রোভ’ নামেও পরিচিত। এটি সহজেই বাঁচবে ও বেড়ে উঠবে। তবে শুধু এই প্রজাতির নয়, সুন্দরী এবং বাইন মিলিয়ে মোট ৭৫০টি ম্যানগ্রোভ লাগানো হয়েছে। কলকাতা পুরসভার উদ্যান বিভাগ সূত্রে খবর, ইতিমধ্যেই দ্বিতীয় হুগলি সেতুর নীচে গঙ্গার ধারের প্রশস্ত জমিতে সেই ম্যানগ্রোভ গাছগুলি লাগানো হয়েছে।

চলতি অর্থবর্ষে গঙ্গার ধারে যেখানে যেখানে ফাঁকা জমি পাওয়া যাবে, সেখানেই এমন গাছ লাগানো হবে। এতে ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে, গঙ্গাপাড়ের মাটি শক্ত থাকবে। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে এই গাছগুলি পোঁতা হয়েছে বলে জানাচ্ছেন পুরসভার আধিকারিকরা। এর আগে গঙ্গাপাড়ের বিভিন্ন জায়গায় কেরলের বিশেষ প্রজাতির নারকেল গাছ পুঁতেছিল পুরসভা। বাবুঘাটের বাজেকদমতলা ঘাট সংলগ্ন গঙ্গাপাড়ে কিংবা দ্বিতীয় হুগলি সেতুর নীচের জমিতে প্রায় শ’খানেক নারকেল গাছ লাগানো হয়েছিল। এই গাছের শিকড়ও মাটির অনেকটা গভীরে পৌঁছয়। ফলে, তা মাটি শক্ত করে ধরে রাখে। ভূমিক্ষয় হয় না বলেই জানাচ্ছেন পুরসভার উদ্ভিদবিদরা। এবার তার পাশাপাশি ম্যানগ্রোভ গাছও লাগানো শুরু হয়েছে। কয়েকদিন আগেই প্রায় ৭৫০টি ম্যানগ্রোভ লাগানো হয়েছে প্রিন্সেপ ঘাট সংলগ্ন গঙ্গাপাড়ে। যেখানে নারকেল গাছ লাগানো হয়েছিল, সেখানেই এই ম্যানগ্রোভগুলি লাগিয়েছেন পুরসভার মালিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen