দিল্লির নির্বাচনের পাঁচ মাস আগে মুক্তি পেলেন মণীশ সিসৌদিয়া, ব্যাকফুটে বিজেপি

তিহাড় জেল থেকে বার হলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

August 10, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
মণীশ সিসৌদিয়া, ফাইল ছবি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭ মাস পর। তিহাড় জেল থেকে বার হলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। আম আদমি পার্টির নেতা-কর্মীদের তুমুল উদ্দীপনা, স্লোগানে তখন কান পাতা দায় তিহার চত্বরে। আর মুহূর্তে যেন মেরুন রঙের শার্ট মিলেমিশে এক হয়ে গেল গোলাপের পাপড়ির সঙ্গে। চারদিক থেকে উড়ে আসছে ফুল। শুরু হল গাড়ির বিজয়মিছিল।

দিল্লির নির্বাচনের পাঁচ মাস আগে মুক্তি পেয়েছেন আপের সেকেন্ড ইন কমান্ড। অরবিন্দ কেজরিওয়ালের জেলবন্দিত্বের পর যে আম আদমি পার্টি কার্যত অভিভাবকহীন হয়ে গিয়েছিল, তার পালে প্রবল হাওয়া লাগল শুক্রবার। সেনাপতি ফিরেছেন। আর একইসঙ্গে দাঁড়িপাল্লার অন্য পাত্রের মতো ব্যাকফুটে চলে গেল বিজেপি।

এদিন সকলের উদ্দেশে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, ‘‘সকালে সুপ্রিম কোর্টের নির্দেশ (জামিন মঞ্জুর) পাওয়ার পর থেকেই আমার শরীরের প্রতিটি ইঞ্চি বাবাসাহেবের (বিআর অম্বেডকর) কাছে ঋণী বোধ করছে। এই ঋণ আমি কী ভাবে শোধ করব, তা বুঝতে পারছি না।’’ তিনি আরও বলেন, ‘‘আমি গত ১৭ মাস ধরে জেলে একা ছিলাম না, দিল্লির প্রতিটি মানুষ মানসিক ভাবে আমার সঙ্গে ছিলেন। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। সংবিধানের ক্ষমতা ব্যবহার করে স্বৈরাচারের মুখে চড় কষিয়েছে।’’

শুক্রবার খোদ সুপ্রিম কোর্ট জামিন দিল সিশোদিয়াকে। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়ে দিল, ‘অদূর ভবিষ্যতে এই মামলার শুনানি শেষের ক্ষীণতম সম্ভাবনাও নেই। তাই তাঁকে অধিকার থেকে বঞ্চিত করা যায় না।’ সকালে জামিন, আর বিকেলে মুক্তি। তারপরই সোজা কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তাঁর বাবা-মা ও স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। অর্থাৎ, ব্যাটন হাতে তুলে নিলেন কেজরিওয়ালের এক নম্বর সেনাপতি। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়েই বললেন, ‘বিরোধী জোটের শক্তির নাম সংবিধান। আমাদের জয়ী করবে সংবিধান। মানুষ ও সংবিধানের কাছে আবার বিজেপি পরাস্ত হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen