বাম-বিজেপি ছেড়ে তৃণমূলে, শিলিগুড়িতে শক্তি বৃদ্ধি ঘাসফুল শিবিরের

উমাদেবী ও রাজেশ দু’জনেই বলেন, শহরের উন্নয়নের স্বার্থে তৃণমূলে সামিল হলাম।

June 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক সপ্তাহের ভেতরে ফের ভাঙন সিপিএমে (CPIM)। ভাঙল বিজেপিও (BJP)। এবার সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলার উমা গোয়েল (Uma Goyal)vএবং বিজেপি নেতা রাজেশ জৈন (Rajesh Jain) তৃণমূলে (TMC) যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শিলিগুড়ি পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব (Gautam Deb)। এ নিয়ে দেড় মাসের মধ্যে সিপিএম, কংগ্রেস ও বিজেপির একঝাঁক নেতা-কর্মী দলত্যাগ করে তৃণমূলে শামিল হয়েছেন। চলতি মাসেই বিরোধী শিবির ছেড়ে শতাধিক নেতা-কর্মী ঘাসফুল শিবিরে আসবেন বলে তৃণমূল নেতাদের দাবি। সিপিএম ও বিজেপি অবশ্য এ নিয়ে মাথা ঘামাতে নারাজ। কোভিড পরিস্থিতির মধ্যেও এ নিয়ে স্থানীয় রাজনীতি সরগরম হয়ে উঠেছে। 


উত্তরবঙ্গের প্রধান শহর শিলিগুড়িতে তৃণমূলের শক্তি ক্রমবর্ধমান। এদিন দুপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে হাজির হন সিপিএম নেত্রী উমা গোয়েল ও বিজেপি নেতা রাজেশ জৈন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত উমাদেবী শিলিগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন। এর বাইরে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। রাজেশ বিজেপির ১১ নম্বর ওয়ার্ডের সোশ্যাল মিডিয়া শাখার দায়িত্বে ছিলেন। এদিন দলের ঝাণ্ডা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। অনুষ্ঠানে তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) রঞ্জন সরকার, দলের টাউন কমিটির নেতা সঞ্জয় পাঠক উপস্থিত ছিলেন। 


উমাদেবী ও রাজেশ দু’জনেই বলেন, শহরের উন্নয়নের স্বার্থে তৃণমূলে সামিল হলাম। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) বলেন, আমাদের দলে যোগ দেওয়ার জন্য ওঁনারা আবেদন করেছিলেন। তাই দলে নেওয়া হল। শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বলেন, উমা গোয়েল ও রাজেশ জৈন দু’জনকেই স্বাগত জানাই। আমরা ওঁদের অভিজ্ঞতাকে কাজে লাগাব। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen