কৃষ্ণনগরে বাম শিবির ছেড়ে তৃণমূলের শিক্ষক সংগঠনে যোগদান

জয়ন্তবাবু বলেন, বিগত দিনে একাধিক সামাজিক কাজে যুক্ত হয়েছে দলের শিক্ষক সংগঠন।

January 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এদিন দুপুরে কৃষ্ণনগরের বাসস্ট্যান্ড লাগোয়া জেলা পার্টি অফিসে যোগদান কর্মসূচি হয়। জয়ন্তবাবু বলেন, বিগত দিনে একাধিক সামাজিক কাজে যুক্ত হয়েছে দলের শিক্ষক সংগঠন। প্রাথমিক শিক্ষকদের বদলির ব্যবস্থা, মাসপয়লা বেতন প্রভৃতি দাবি মেনে নিয়ে তা বাস্তবায়িত করেছে সরকার। সেকারণে এদিন অন্য শিক্ষক সংগঠনের সদস্যরা আমাদের সংগঠনে যুক্ত হলেন। আগামী দিনে পুরসভা নির্বাচনে প্রাথমিক শিক্ষকরাও আমাদের দলের হয়ে নিজেদের এলাকায় কাজ করবেন। প্রাথমিক শিক্ষক সংগঠনের চাপড়া চক্রের দলবদলকারী নেতা শৈবাল বিশ্বাস বলেন, এতদিন বাম সংগঠন করেছি। কিন্তু বিগত কয়েক বছর ধরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজ্য যে ভূমিকা পালন করেছে তা অস্বীকার করা যায় না। তাই তৃণমূল সংগঠনে যুক্ত হয়েছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen