দিল্লিতে কুস্তিগিরদের পুলিশি হেনস্থার প্রতিবাদে আগামীকাল দক্ষিণ কলকাতায় মিছিল

দিল্লিতে কুস্তিগিরদের পুলিশি হেনস্থার প্রতিবাদে আগামীকাল হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল

May 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন রবিবার। তবে রবিবার সকালে সংসদ ভবনের বাইরের যে ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা দেখে শিউরে উঠেছেন অনেকেই। যৌন হেনস্থায় অভিযুক্ত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারের দাবিতে কুস্তিগিররা, যন্তরমন্তর থেকে নতুন সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিল্লি পুলিশ তাঁদের আটক করে। ব্যারিকেড দিয়ে পথ রুখে দেয়। বিভিন্ন রাজ্যের খাপ পঞ্চায়েত, কৃষক ও আন্দোলনকারী কুস্তিগিরদের সমর্থনে ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’-এর ডাক দেওয়া হয়েছিল। এই মিছিলই আটকে দেয় পুলিশ। পরে কুস্তিগিরদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের আচরণের তীব্র নিন্দা করে এবং আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিতে বুধবার হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিলেন ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ক্রীড়াবিদরা একজোট হয়ে এই মিছিলে অংশ নেবেন বলেই জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen