ভরদুপুরে চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ, জখম অন্তত ৪

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৫: দিনে দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি। শনিবার দুপুর প্রায় ১টা নাগাদ বাজি তৈরির একটি কারখানায় আচমকা বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বিস্ফোরণে কারখানার একটি বড় অংশ ভেঙে পড়ে এবং অন্তত চারজন গুরুতরভাবে জখম হন বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর দু’ থেকে তিনবার প্রবল শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় কারখানার অ্যাসবেস্টসের চাল ও দেওয়ালের অংশ ছিটকে পড়ে চারপাশে। ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পার্শ্ববর্তী আরও অন্তত তিনটি বাড়ি। কারখানার ভিতরে কাজ চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আগুনে ঝলসে যাওয়া আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে বারুইপুর ও পরে কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর পুলিশ জেলার বাহিনী ও দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গোটা এলাকা ঘিরে রেখে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানাটি বৈধভাবে লাইসেন্সপ্রাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের ডিসেম্বরেও চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। নতুন বছরের শুরুতেই ফের একই ধরনের দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি নিয়ে।