দিল্লিতে মেট্রো রেলের স্টাফ কোয়াটারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত তিন

January 6, 2026 | < 1 min read

ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২০: দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হল একই পরিবারের তিনজন সদস্যের। সোমবার গভীর রাতে দিল্লির আদর্শনগর এলাকায় মেট্রো রেলের স্টাফ কোয়াটারে ভয়াবহ আগুন লাগল। এই ঘটনায় পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৩ সদস্যর। একজন দমকলকর্মীও আহত হয়েছেন বলে খবর।

মৃতরা হলেন অজয় বিমল, তাঁর স্ত্রী নীলম এবং তাঁদের ১০ বছরের কন্যা জাহ্নবী। জানা গিয়েছে, সোমবার রাত ২টো ৪০ নাগাদ মেট্রো রেলের স্টাফ কোয়াটারের পাঁচতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। মঙ্গলবার সকাল ৬টা ৪০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভার পর তল্লাশি চালিয়ে ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মনে করা হচ্ছে, রুম হিটার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রুম হিটার থেকেই ঘরের আসবাবপত্রে আগুন ছড়িয়ে পড়ে। আরও ব্যাপক আকার ধারন করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহত দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই দমকলকর্মীর অবস্থা এখন স্থিতিশীল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen