নোনাডাঙায় বস্তিতে বিধ্বংসী আগুন, ভষ্মীভূত একাধিক ঝুপড়ি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৩: ভর সন্ধেয় ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায়। আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙা বস্তি সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন লাগল। আজ, সন্ধে সাড়ে ৬টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় মুহূর্তে ঢেকে যায় চারপাশ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সন্ধেবেলা হঠাৎই বস্তি সংলগ্ন এলাকা থেকে ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৬টি ইঞ্জিন। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। ২০ থেকে ২৫ টা ঝুপড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
দমকল সূত্রে খবর, আগুন নির্দিষ্টভাবে বস্তির ভেতরেই লেগেছে কি না, তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে আগুনের তীব্রতা দেখে অনুমান করা হচ্ছে, বেশ কিছু ঘরবাড়ি বা ঝুপড়ি আগুনের গ্রাসে চলে গেছে।
এলাকায় আনন্দপুর থানার পুলিশ পৌঁছেছে এবং ভিড় সামলানোর চেষ্টা করছে। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেটাই এখন দমকলের কাছে বড় চ্যালেঞ্জ। কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।