ম্যাচ ফিক্সিংয়ের ছায়া কলকাতা ময়দানে, গ্রেপ্তার ঐতিহ্যশালী ক্লাবের কর্তা-সহ এক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৮: কলকাতা ময়দানে ফের ম্যাচ গড়াপেটা কাণ্ড! শহরের ফুটবল মহলে চাঞ্চল্য ছড়িয়েছে খিদিরপুর ক্লাবের এক কর্তা গ্রেপ্তারের ঘটনায়। জানা গিয়েছে, কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খিদিরপুর ক্লাবের ম্যাচ ঘিরে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল বহুবার। সেই অভিযোগের সূত্র ধরে যৌথ তদন্তে নামে কলকাতা পুলিশ ও বঙ্গ ফুটবল সংস্থা (আইএফএ)। অবশেষে বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় ক্লাব কর্তা আকাশ দাস এবং তাঁর এক সহযোগীকে।
সূত্রের খবর, গতকাল প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পরেই দু’জনকে আটক করে পুলিশ। তদন্তকারীরা দাবি করেছেন, কলকাতা লিগের একাধিক ম্যাচে ফিক্সিং এবং বেটিং চক্রের যোগসূত্র রয়েছে ধৃতদের সঙ্গে। দীর্ঘদিন ধরেই এই চক্র সক্রিয় ছিল বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের মতে, ফুটবল জগতে কালো টাকার প্রবাহ রুখতেই এই অভিযান।
ফুটবলপ্রেমী শহরে এই ঘটনা স্বাভাবিকভাবেই তীব্র আলোড়ন তুলেছে। ময়দানের ঐতিহ্য এবং মর্যাদায় আঘাত লেগেছে বলে মনে করছেন অনেকেই। আইএফএ সূত্রে খবর, ফিক্সিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েই তারা তদন্তে নেমেছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের রবিবার আদালতে পেশ করা হবে এবং তদন্ত আরও বিস্তৃত করা হবে।
এখন প্রশ্ন একটাই — ময়দানের পবিত্রতা কি আবারও ফিরে আসবে, নাকি ফিক্সিংয়ের কালো ছায়া আরও ঘনাবে?