বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি মতুয়া মহাসঙ্ঘের

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ।

August 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অশান্ত বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। সে দেশে ভারতীয় এবং সংখ্যালঘুদের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এ বার নরেন্দ্র মোদী সরকার একটি কমিটি গঠন করল। সেই কমিটির নেতৃত্বে থাকবেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এডিজি। ভারতীয় সেনার একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন কর্তাদের এই কমিটিতে রাখা হয়েছে।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। শুক্রবার এনিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন সঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দুনাথ গাইন। তিনি বলেন, ছাত্ররা এই আন্দোলন শুরু করে। কিন্তু, সেই আন্দোলন পরবর্তীতে রাজনীতির চেহারা নিয়েছে। ছাত্র আন্দোলনকে সামনে রেখে দুষ্কৃতীরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। অভিযোগ, সুরক্ষিত নয় মহিলারাও। তাই মহিলাদের নিরাপত্তা চেয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen