AFC CUP: মাজিয়া এফসির কাছে ১-০ গোলে পরাজিত মোহনবাগান

AFC CUP: মাজিয়া এফসির কাছে ১-০ গোলে পরাজিত মোহনবাগান

December 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার এএফসি কাপের গ্রুপ ডি-র নিয়মরক্ষার ম্যাচে মালদ্বীপের মাঠে মাজিয়া এফসির বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হল মোহনবাগান। গ্রুপ পর্বের এই ম্যাচ জিতলেও পরের পর্বে যেতে পারবে না এই দুই দলই, এই পরিস্থিতিতে মাঠে নেমেছিল তারা।

যেহেতু গুরুত্বহীন ম্যাচ, তাই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই ম্যাচ খেলতে পাঠিয়েছে একঝাঁক তরুণ ফুটবলারদের। দলে নেই কোনও বিদেশিও। কোচ জুয়ান ফেরান্দো দলের সঙ্গে মালদ্বীপ যাননি। তরুণ মোহনবাগান দল নজরই কাড়তে পারেনি এদিন।

প্রথমার্ধে একেবারেই বর্ণহীন ছিল সবুজ-মেরুন ব্রিগেড। ৩৯ মিনিট- মোহনবাগান একেবারে রক্ষণাত্মকই খেলছিল। সেভাবে তারা আক্রমণেই ওঠেনি। সেই সুযোগ পেয়ে মাজিয়া আক্রমণে ওঠার চেষ্টা করে চলেছিল। এবং ৩৯ মিনিটে সুফলও পায় তারা। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে হাসান রাইফ আহমেদের দুর্দান্ত গোলে ১-০ করে মাজিয়া।

নির্দিষ্ট ৯০ মিনিট খেলার পর ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু গোলশোধ করতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। প্রথম সাক্ষাতে কলকাতায় মোহনবাগানের কাছে হার মেনেছিল মাজিয়া। এদিন ম্যাচ জেতায় প্রথম সাক্ষাতে হারের প্রতিশোধ নিল মালদ্বীপের দলটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen