জেলাওয়ারি পর্যবেক্ষক নিয়োগের দাবি ওড়াল তৃণমূল

২০২০ সালের ২৩শে জুলাই প্রত্যেকটি জেলায় নতুন কমিটি গঠন করে তৃণমূল। সেই কমিটিতে চেয়ারম্যান, এবং সভাপতির পাশাপাশি অঞ্চলভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়। তুলে দেওয়া হয় পর্যবেক্ষক পদটি।

January 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বেশ কিছু সংবাদমাধ্যমে একটি খবর প্রচার করা হচ্ছিল যে আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কয়েকটি জেলায় পর্যবেক্ষক নিযুক্ত করেছে।

আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের ভেরিফায়েড ট্যুইটার (Twitter) হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানায় এই ধরণের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে। দলের তরফে লেখা হয়, “দল এরকম কোনও নিয়োগ করেনি। ভিত্তিহীন খবরে প্রভাবিত না হতে আপনাদের জ্ঞ্যাতার্থে জানিয়ে দেওয়া হল।”

উল্লেখ্য, ২০২০ সালের ২৩শে জুলাই প্রত্যেকটি জেলায় নতুন কমিটি গঠন করে তৃণমূল। সেই কমিটিতে চেয়ারম্যান, এবং সভাপতির পাশাপাশি অঞ্চলভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়। তুলে দেওয়া হয় পর্যবেক্ষক পদটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen