সিরিজে ফিরছেন মীনা কুমারী

ট্র্যাজেডির নাম মীনা কুমারী। তিনি আবার ফিরছেন পর্দায়। নেট যুগের ওটিটি প্ল্যাটফর্মে। ওয়েব সিরিজে।

August 25, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সাহেব বিবি গোলাম’, ‘পাকিজা’, ‘মেরে আপনে’, ‘বৈজু বাওরা’, ‘কাজল’-এর মতো একগুচ্ছ হিট ছবিতে অভিনয়। দুনিয়া ভুলে বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম। তাই নিয়ে বিতর্ক। ভালবাসা ভুলতে আকণ্ঠ মদ্যপান। জনপ্রিয়তার চুড়োয় থাকতে থাকতেই মাত্র ৩৯-এ ফুরিয়ে যাওয়া। ট্র্যাজেডির নাম মীনা কুমারী। তিনি আবার ফিরছেন পর্দায়। নেট যুগের ওটিটি প্ল্যাটফর্মে। ওয়েব সিরিজে।

অশ্বিনী ভাটনগরের লেখা জীবনী ‘মহজবীন অ্যাজ মীনা কুমারী’ সিরিজ তৈরির অনুপ্রেরণা। প্রযোজক প্রভলীন কৌরের কথায়, ‘‘হাসি দিয়ে কান্না ঢেকে, টলমল চোখের জল নিয়ে নিপুণ অভিনয় একমাত্র তিনিই পারতেন। তাই নিজের যুগেই মীনাজি লার্জার দ্যান লাইফ। তাঁকে এ যুগের সঙ্গে পরিচয় করানোর স্বপ্ন বাস্তবের পথে।’’

অভিনেত্রীর জীবনী ছাড়াও অতীত সাংবাদিকদের লেখা সিরিজ বানাতে সাহায্য করছে। মীনা কুমারী এবং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের ভূমিকায় কাদের দেখা যাবে? ঠিক হয়নি এখনও। তবে প্রযোজক জানিয়েছেন, সিরিজ পরে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে রূপান্তরিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen