লকডাউনে ‘দেয়ানেয়া’র পুলিশি মিম

‘দেয়ানেয়া’র একটি দৃশ্যের আদলে কলকাতা পুলিশ এমনই অভিনব মিম তৈরি করেছে লকডাউন নিয়ে মানুষজনকে সতর্ক করতে। সেই মিম ঘিরে সোমবার সকাল থেকেই চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। করোনা সংক্রমণ রুখতে লকডাউন কঠোর ভাবে কার্যকরী করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই অবশ্য তাঁর বার্তা, ‘কড়াকড়ি করব, বাড়াবাড়ি নয়।’ পুলিশ কখনও বুঝিয়ে, কখনও মামলা রুজু করে পদক্ষেপ করছে। তার মধ্যেও সাধারণ নাগরিকদের একাংশকে দেখা যাচ্ছে অকারণে যত্রতত্র ঘুরেবেড়াতে। সেই প্রবণতা রুখতেই এমন মিমের পরিকল্পনা।

April 14, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘তা হলে আপনি বলতে চান যে লকডাউনে জরুরি দরকার ছাড়া বাইরে বেরোলে কলকাতা পুলিশ আমার বারোটা বাজিয়ে দেবে?’ বলছেন উত্তম কুমার। আর কমল মিত্র জবাব দিচ্ছেন, ‘বলতে চান নয়…বলছি।’

লকডাউনে ‘দেয়ানেয়া’র পুলিশি মিম

‘দেয়ানেয়া’র একটি দৃশ্যের আদলে কলকাতা পুলিশ এমনই অভিনব মিম তৈরি করেছে লকডাউন নিয়ে মানুষজনকে সতর্ক করতে। সেই মিম ঘিরে সোমবার সকাল থেকেই চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। করোনা সংক্রমণ রুখতে লকডাউন কঠোর ভাবে কার্যকরী করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই অবশ্য তাঁর বার্তা, ‘কড়াকড়ি করব, বাড়াবাড়ি নয়।’ পুলিশ কখনও বুঝিয়ে, কখনও মামলা রুজু করে পদক্ষেপ করছে। তার মধ্যেও সাধারণ নাগরিকদের একাংশকে দেখা যাচ্ছে অকারণে যত্রতত্র ঘুরেবেড়াতে। সেই প্রবণতা রুখতেই এমন মিমের পরিকল্পনা।

নেটিজেনদের অনেকে পক্ষে-বিপক্ষে কৌতুকভরা মন্তব্য করছেন। কেউ লিখেছেন, ‘আগেই মারবেন না প্লিজ, একটু কথা শুনবেন। খুব লাগে।’ কেউ মন্তব্য করেছেন, ‘কলকাতা পুলিশ মিমেও সমান দক্ষ।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen