১৪ বছর পর ভারত সফরে মেসি,টিকিটের মূল্য কত,কী ভাবে কাটবেন টিকিট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: অবশেষে সেই মুহূর্ত যার অপেক্ষায় ছিল গোটা ভারতীয় ফুটবল দুনিয়া, লিওনেল মেসি ফিরছেন ভারতে! ১৪ বছর পর আবারও ভারতীতের মাটিতে পা রাখতে চলেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। এবার তাঁর সফরের নাম “GOAT Tour of India 2025”— এক অনন্য উৎসব যেখানে ফুটবল, সংস্কৃতি, ও তারকাখ্যাতির মেলবন্ধন ঘটবে ভারতের চারটি বড় শহরে।
মেসি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছেন, “India is a very special country, with good memories from 14 years ago.” ডিসেম্বরের এই তিন দিনের সফর শুধুই ফুটবল ইভেন্ট নয়, যেখানে থাকবে কনসার্ট, সেলিব্রিটি মিট, প্রদর্শনী ম্যাচ, এবং ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ।
কেন আসছেন মেসি?
২০১১ সালে কলকাতায় মেসির শেষ সফর ছিল স্মরণীয়। ২০২৫ সালে তাঁর এই প্রত্যাবর্তন ভারতীয় ফুটবলের উত্থানের সঙ্গে একদম মানানসই ISL-এর উন্মাদনা, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রচেষ্টা, এবং দেশজুড়ে ফুটবলপ্রীতির বিস্তার। এবার মেসির সফরটি কোনও প্রতিযোগিতা নয়, বরং ভক্তদের সঙ্গে আবেগ ভাগ করে নেওয়ার এক উৎসব। আয়োজনে যুক্ত রয়েছে Adani Group ও দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থা।
টিকিট কী ভাবে পাবেন?
* HSBC কার্ড হোল্ডারদের জন্য প্রি-সেল: ৮ অক্টোবর দুপুর ১২টা।
* সাধারণ বিক্রি শুরু: ৯ অক্টোবর বিকেল ২টা থেকে District অ্যাপে (district.in)।
মূল্য: কলকাতায় সাধারণ টিকিট ₹৩,৫০০ থেকে শুরু, দিল্লিতে ৭০০০ , মুম্বইতে ৮০০০VIP প্যাকেজ ₹৫০,০০০ পর্যন্ত (যার মধ্যে রয়েছে মিট-অ্যান্ড-গ্রীট ও সই করা মার্চেন্ডাইজ)।
আগেই লগইন করে রাখুন—সার্ভার ক্র্যাশ হওয়ার আশঙ্কা রয়েছে!
সফরের সময়সূচি (১৩–১৫ ডিসেম্বর ২০২৫)
* কলকাতা (১৩ ডিসেম্বর): Salt Lake Stadium-এ GOAT Concert ও Exhibition Match। অংশ নেবেন সৌরভ গাঙ্গুলি, ভাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেসসহ ভারতীয় তারকারা।
* *আমেদাবাদ (১৩ ডিসেম্বর সন্ধ্যা):* Adani Foundation-এর আয়োজনে প্রাইভেট গালা, যেখানে আলোচনা হবে স্পোর্টস ডেভেলপমেন্ট ও ইয়ুথ প্রোগ্রাম নিয়ে।
* মুম্বই (১৪ ডিসেম্বর): Wankhede Stadium-এ Padel GOAT Cup, ফুটবল মাস্টারক্লাস, ও বলিউড তারকাদের উপস্থিতি—শাহরুখ খান, ধোনি, সচিনের আসার সম্ভাবনা রয়েছে।
* নয়াদিল্লি (১৫ ডিসেম্বর): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, এরপর Arun Jaitley Stadium-এ GOAT Concert ও বিদায়ী অনুষ্ঠান।
ডিসেম্বরের এই সফর কেবল একটি ইভেন্ট নয় এটি ইতিহাসের অংশ হতে চলেছে। ভারতীয় ফুটবলপ্রেমীরা প্রস্তুত তো “Messimania”-র জ্বরে ভাসতে?