ফের মেট্রো বিভ্রাট! ব্লু লাইনে ভাঙা-পথে মিলছে পরিষেবা, নাজেহাল যাত্রীরা

January 13, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০:  সপ্তাহের দ্বিতীয় দিন ফের মেট্রো বিভ্রাট। সাত সকাল থেকে বেহাল পরিষেবা। জানা গিয়েছে, ময়দান থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত বন্ধ পরিষেবা। স্টেশনে স্টেশনে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে সম্পূর্ণ পথে মেট্রো চলছে না। কী কারণে মিলছে না পরিষেবা, তা মেট্রো কর্তৃপক্ষ নির্দিষ্ট করে জানায়নি।

মঙ্গলবার সকাল থেকে কলকাতা মেট্রোর ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে মিলছে না পরিষেবা। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে চলাচল করছে মেট্রো। কাজের দিনে মেট্রো বিভ্রাটের জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আপাতত ভাঙা পথে পরিষেবা চালু রয়েছে। বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হচ্ছে, অনিবার্য কারণে সম্পূর্ণ পথে পরিষেবা চালানো যাচ্ছে না। নির্দিষ্টভাবে কোনও কারণ উল্লেখ করেননি মেট্রো কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ৭টার কিছু পর থেকে বিভ্রাট শুরু হয়। দক্ষিণেশ্বর স্টেশনে সকাল ৭.২০ মিনিট নাগাদ ঘোষণা করা হয়, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। এই বিভ্রাটের জেরে কলকাতা মেট্রোর পরিষেবা নিয়েও ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। উল্লেখ্য, রবিবার সন্ধ্যাতেও মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen