জোকা-মাঝেরহাট রুটে মঙ্গলবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা

মঙ্গলবার থেকে একলাফে আরও ২২টি বাড়তে চলেছে। একইভাবে সপ্তাহের কাজের দিনগুলিতে চালু এই রুটে সময়সূচিতে আরও একবার বদল আসছে

May 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাত্রীস্বার্থে জোকা-মাঝেরহাট রুটে মেট্রোর সারাদিনের সময়সূচির পরিধি বৃদ্ধি পেতে চলেছে, মেট্রোর সংখ্যাও বাড়ছে। মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট রুটে আপ-ডাউন মিলিয়ে ৩১টি করে মোট ৬২টি মেট্রো পরিষেবা মিলবে। এই করিডরে ২৪ মিনিটের ব্যবধানে মেট্রো পাবেন যাত্রীরা। এখন জোকা-মাঝেরহাটের মধ্যে আপ-ডাউনে ২০টি করে মোট ৪০টি মেট্রো পরিষেবা চলছে। মঙ্গলবার থেকে একলাফে আরও ২২টি বাড়তে চলেছে। একইভাবে সপ্তাহের কাজের দিনগুলিতে চালু এই রুটে সময়সূচিতে আরও একবার বদল আসছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen