ফের মেট্রো বিভ্রাট, শহরের লাইফলাইন থমকে ঘণ্টাখানেক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: মঙ্গলবার দুপুরে ফের অচল হয়ে পড়ল কলকাতা মেট্রোর ব্লু লাইন পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল বন্ধ হয়ে যায় প্রায় ঘণ্টাখানেকের জন্য। দুপুর আড়াইটে নাগাদ হঠাৎই সেন্ট্রাল স্টেশনের পর থেকে ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এরপর আংশিকভাবে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়। শেষমেশ বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
চাঁদনি চক স্টেশনে দুপুর তিনটে নাগাদ দেখা যায়, প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্টেশন কর্মীরা জানান, আপ এবং ডাউন— দুই দিকের ট্রেনই বন্ধ। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস. এস. কন্নান জানান, ময়দান স্টেশনের কাছে লাইনে জল ঢুকে পড়েছিল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে পৌঁছে যান ইঞ্জিনিয়াররা এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা শুরু হয়।
বৃষ্টি ও রাজনৈতিক কর্মসূচির দিনে শহরের প্রধান যাতায়াত ব্যবস্থাই যখন বন্ধ, তখন অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ— সকলের মুখে একই প্রশ্ন, “কবে শেষ হবে এই বারবারের মেট্রো বিভ্রাট?” কলকাতার ‘লাইফলাইন’ বলে পরিচিত এই মেট্রো পরিষেবার ঘনঘন বিপর্যয়ে হতাশ শহরবাসী ।