অবশেষে পিছু হঠল কেন্দ্র, বিদেশি অনুদান পেতে বাধা থাকল না মিশনারিজ অফ চ্যারিটির

ঘটনাটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একসুরে সরব হয়েছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। যদিও কোনও অ্যাকাউন্ট তারা বন্ধ করেনি বলে বিবৃতি দিয়ে দাবি করেছে কেন্দ্র। অবশেষে চাপের মুখে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল অমিত শাহের দপ্তর।

January 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিদেশি অনুদান পেতে আর বাধা থাকল না মিশনারিজ অফ চ্যারিটির। এই সংক্রান্ত এফসিআরএ রেজিস্ট্রেশন গত ৭ই জানুয়ারি সংস্থাকে ফিরিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

গত ২৭ ডিসেম্বর সন্ত টেরেসার স্মৃতিধন্য মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট ফ্রিজ-বিতর্কে তোলপাড় পড়ে যায় সারা দেশে। কলকাতার আর্চ ডায়োসেসের Vicar General, ফাদার ডমিনিক গোমস বিবৃতি দিয়ে দাবি করেন, মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে সরকারি এজেন্সি দরিদ্রদের মধ্যে দরিদ্রতমদের বড়দিনের নিষ্ঠুর উপহার দিয়েছে। 

ঘটনাটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একসুরে সরব হয়েছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। যদিও কোনও অ্যাকাউন্ট তারা বন্ধ করেনি বলে বিবৃতি দিয়ে দাবি করেছে কেন্দ্র। অবশেষে চাপের মুখে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল অমিত শাহের দপ্তর।

এই ঘটনায় মোদী সরকারকে কটাক্ষ করে টুইট করেছেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, ভালোবাসার ক্ষমতা ৫৬ ইঞ্চি ছাতির চেয়ে বেশি শক্তিশালী।

উল্লেখ্য, নবীকরণ হয়নি এই অজুহাতে মিশনারিজ অফ চ্যারিটি বাদেও গত ১লা জানুয়ারি রাতারাতি প্রায় ৬ হাজার স্বেচ্ছ্বাসেবী (NGO) সংস্থার বিদেশী অনুদান (Foreign Funding)নেওয়ার লাইসেন্স (Licence) বাতিল করেছে কেন্দ্রীয় সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen