SIR ‘আতঙ্কে’ ভিনরাজ্যে মৃত্যু বর্ধমানের পরিযায়ী শ্রমিকের, গ্রামে ফিরল দেহ

November 1, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই ব্যক্তির নাম বিমল সাঁতরা (৫৮)। জামালপুরের নবগ্রামের বাসিন্দা তিনি। পরিবারের দাবি, বিমল কাজের সূত্রে তামিলনাড়ু গিয়েছিলেন। তাঁর পরিবারের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) হবে শুনে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সেই আতঙ্ক থেকেই মৃত্যু হয়েছে।

গত কয়েকদিন আগেই তামিলনাড়ুর তাঞ্জাভুর এলাকায় কাজে গিয়েছিলেন বিমল সাঁতরা। পরিবার সূত্রে জানা যায়, সেখানে ধানকাটার কাজ করতে গিয়েছিলেন। এর মধ্যেই বাংলায় এসআইআর ঘোষণা হয়েছে। সেই খবর পাওয়া মাত্রই বাড়ি ফেরার সিদ্ধান্ত বিমলবাবু নিয়েছিলেন বলে দাবি। ছেলে বাপি সাঁতরা এদিন বলেন, “এসআইআর ঘোষণার পর থেকেই বাবা আতঙ্কে ভুগছিলেন সব নথিপত্র রয়েছে কি না তা নিয়ে। সেই আতঙ্ক থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখানকার তাঞ্জাভুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।”

বিমলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নবগ্রামে। শনিবার সন্ধ্যায় তাঁর দেহ এসে পৌঁছোয় গ্রামে। খবর পেয়ে বিমলের বাড়িতে যান জামালপুরের বিধায়ক অলোক মাঝি এবং অন্য তৃণমূল নেতারা। বিধায়কের দাবি, রাজ্যে প্রায় আড়াই বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ। সেই কারণে অনেকেই ভিন্‌রাজ্যে যাচ্ছেন। বিমলও গিয়েছিলেন। সেখানেই এসআইআরের কথা শুনে চিন্তিত ছিলেন। ভয়ও ছিল তাঁর মনে। সেই কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। তৃণমূল সূত্রে খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা সভাপতি রবি চট্টোপাধ্যায় এবং নেতা স্বপন দেবনাথ নবগ্রামে যাচ্ছেন। সেখানে বিমলের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen