আর্তনাদেও মিলল না রেহাই! বাংলাদেশি সন্দেহে কর্নাটকে পরিযায়ী শ্রমিককে গণপিটুনি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২০: ফের ভিনরাজ্যে হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিক। এবার ঘটনাস্থল দক্ষিণের রাজ্য কর্নাটক (Karnataka)। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ঝাড়খণ্ডের (Jharkhand) এক বাসিন্দাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল স্থানীয় যুবকের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তি বারবার নিজেকে ভারতীয় বলে পরিচয় দিলেও মেলেনি রেহাই। শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করেন এক স্থানীয় মহিলা। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা রুজু করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কর্নাটকের মেঙ্গালুরু শহর সংলগ্ন কুলুর এলাকায়। আক্রান্ত ওই ব্যক্তি আদতে ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা। জীবিকার তাগিদে গত কয়েক দশক ধরে তিনি কর্নাটকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। অভিযোগ, গত রবিবার আচমকাই একদল স্থানীয় যুবক তাঁর পথ আটকায়। তারা ওই শ্রমিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে এবং জোর করে পরিচয়পত্র দেখতে চায়। এই নিয়ে বচসা চলাকালীনই শুরু হয় মারধর।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা ওই ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহ করে এলোপাথাড়ি মারতে শুরু করে। মারধরের জেরে ওই শ্রমিকের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হয়ে পড়েন। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বারবার চিৎকার করে নিজেকে ‘ভারতীয়’ বলে দাবি করতে থাকেন, কিন্তু উন্মত্ত জনতা তাতে কর্ণপাত করেনি। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে শেষমেশ এগিয়ে আসেন এক স্থানীয় মহিলা। তাঁর তৎপরতাতেই প্রাণরক্ষা হয় ওই শ্রমিকের।
জানা গিয়েছে, ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে ওই শ্রমিক প্রথমে পুলিশের দ্বারস্থ হতে চাননি। পরে স্থানীয় কিছু নেতার হস্তক্ষেপে বিষয়টি নজরে আনা হয় প্রশাসনের। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে পুলিশ। CCTV ফুটেজ ও স্থানীয় সূত্রে খবর নিয়ে ইতিমধ্যেই চার অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, শান্তিভঙ্গ এবং মারধরের ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভিনরাজ্যে কাজে গিয়ে নিজের দেশেই ‘বিদেশি’ তকমা সেঁটে এহেন আক্রমণের ঘটনায় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।