সুন্দরবনে ভিড় বাড়িয়েছে পরিযায়ী পাখিরা

স্বাভাবিকভাবেই চওড়া হাসি পাখিপ্রেমীদের মুখে। গত বছরে সুন্দরবনে ৮ হাজার ৭৭৬টি পরিযায়ী পাখি এসেছিল ছুটি কাটাতে।

February 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ছুটি কাটাতে পরিযায়ী পাখিরা ভিড় বাড়াচ্ছে সুন্দরবনে। ঠান্ডা থেকে নিজেদের বাঁচাতে দূরদূরান্ত থেকে বাংলার এই ম্যানগ্রোভ ঘেরা এলাকায় তাদের আনাগোনা বাড়ছে। সুন্দরবনের দ্বীপগুলিই এখন তাদের পছন্দের জায়গা। স্বাভাবিকভাবেই চওড়া হাসি পাখিপ্রেমীদের মুখে। গত বছরে সুন্দরবনে ৮ হাজার ৭৭৬টি পরিযায়ী পাখি এসেছিল ছুটি কাটাতে। চলতি বছর শীতের সময়ে সেই পরিসংখ্যান একলাফে অনেকটাই বেড়েছে। সংখ্যাটা ৩১ হাজার ৯২৬। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। অর্থাৎ সুন্দরবনে পরিযায়ী পাখি বেড়েছে ২৫০ শতাংশ।

কোন ধরনের পাখি এবার বেশি দেখা গিয়েছে? রিপোর্ট অনুযায়ী, ১২ বিরল প্রজাতির পাখি দেখা গিয়েছে। যেমন, ইউরেশিয়ান কার্লিউ, লেসার স্যান্ড প্লুভার, কমন রেড শ্যাঙ্ক, সাত ধরনের মাছরাঙা, ব্রাউন ও ব্ল্যাক হেডেড গাল ইত্যাদি। এছাড়াও প্যাসিফিক গোল্ডেন প্লুভার, গ্রেট নট, ব্লু উইঙ্গড পিটা সহ নানা ধরনের পাখির কলরবে মুখর সুন্দরবনের বনজঙ্গল। এবার সবমিলিয়ে এসেছে ১৫৪ প্রজাতির পাখি। জঙ্গলের কোর এলাকা থেকে বাফার জোনে বেশি দেখা গিয়েছে তাদের।

টাইগার রিজার্ভ সূত্রে খবর, মাতলা, বসিরহাট, সজনেখালি সহ ছ’টি রেঞ্জ এলাকায় তিনদিন ধরে সমীক্ষা চালানো হয়েছিল। তার মধ্যে মাতলা রেঞ্জে সবথেকে বেশি পাখি দেখেছেন পক্ষীপ্রেমীরা। পাখি বিশেষজ্ঞদের মতে, ‘দ্বীপে পাখিদের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। তাই শীতের সময় তারা এখানে নির্দ্বিধায় চলে আসছে। ক্রমে বাড়ছে সংখ্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen